যোগী আদিত্যনাথের দণ্ডনীতি

0
424

যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী পদে আসীন হতেই দুর্নীতি দমনে নেমে পড়েছেন । দাগী আসামীদের ধরার পাশাপাশি রাজনৈতিক দুর্নীতিও যে তিনি ক্ষমা করবেন না, সেটা পদে পদে বুঝিয়ে দিয়েছেন । ইতিমধ্যে পূর্ব মুখ্যমন্ত্রী শ্রী অখিলেশ যাদবের নামে বেশ কিছু দুর্নীতির অভিযোগ উঠে এসেছে, বেআইনী বালী খাদান, কোটি টাকার সমাজবাদি পেনশন স্কীম তছরূপী, গোমতি রিভারফ্রন্ট প্রকল্পে কোটি কোটি টাকার তছরূপী, উচ্চপদে স্বজনপোষণ, ১২৬ কোটি টাকার ল্যাপটপ ঘোটালা এবং আরো অনেক তছরূপীর তথ্য পাওয়া গেছে।

————-

লালু যাদবের পুত্র ও বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, শ্রী তেজস্বী যাদব কে পাটনা হাই কোর্টের আদেশানুসারে সরকারি বাংলোর মায়া ত্যাগ করতে হবে। বিহার নির্বাচনে পরাজিত হওয়ার দীর্ঘদিন পরেও সরকারি ভবন দখল করে বাস করতেন তেজস্বী যাদব। এবার পাটনা হাইকোর্ট তাঁকে নির্দেশ দিয়েছেন সরকারি বাংলো ছেড়ে দিতে। দেখা যাক কতদিনে এবং কি দশায় সরকারি ভবনটি তিনি ত্যাগ করবেন ।

————-

আয়কর দপ্তর কংগ্রেস অধ্যক্ষ শ্রী রাহুল গান্ধী এবং শ্রীমতি সোনিয়া গান্ধীর ওপর আরোপ এনেছে কর-ফাঁকি দেওয়ার। শ্রী রাহুল গান্ধী ২০১১-১২ সালের নিজের আয়ের পরিমান দেখিয়েছেন মাত্র ৬৮.১ লাখ টাকা, যেখানে তাঁর ই দলের এক সাংসদ অস্কার ফর্নান্ডেজ দেখিয়েছেন ৪৮.৯ কোটি টাকা। আয়কর দপ্তর জানিয়েছে কংগ্রেস অধ্যক্ষ শ্রী রাহুল গান্ধী এবং শ্রীমতি সোনিয়া গান্ধীর কর ফাঁকি দেওয়ার পরিমান কমপক্ষে ১০০ কোটি টাকা। কংগ্রেস নেতাদের বিরুদ্ধে আয়কর মামলার সঙ্গে ন্যাশনাল হেরাল্ড মামলার যোগ রয়েছে।জামিনে মুক্ত মা ও ছেলে কিন্তু এই আয়কর ফাঁকির প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন ।

————-

২০১৯ এ প্রয়াগরাজের কুম্ভমেলায় যোগী আদিত্যনাথ ভব্য এবং দিব্য অভিজ্ঞতা প্রদানের প্রচেষ্টায় তৎপরতা দেখিয়েছেন । প্রযুক্তি ও প্রশাসনিক মেলবন্ধন দ্বারা সকল প্রকার মানবকল্যাণমুলক কার্যে এক অত্যুত্তম দৃষ্টান্ত স্থাপন করেছেন উত্তর প্রদেশের সরকার । অস্থায়ী রেশনকার্ড, সুবহ শৌচালয় এবং তার প্রত্যহ পরিষ্কার ব্যবস্থা, ১২ টি বহুমুখী ডিজিটাল লস্ট অ্যান্ড ফাউন্ড কেন্দ্র, সুবিধা পর্চা দ্বারা অস্থায়ী জমিবন্টন প্রনালী ইত্যাদি নানাবিধ সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে।এছাড়াও ৪৪ টি অস্থায়ী মোবাইল টাওয়ার, ৫০০ ক্যামেরাও লাগানোর ব্যবস্থা করা হয়েছে। ভারতের কুম্ভমেলার ইতিহাসে এরূপ বিশাল মানবমুখী আয়োজন এক অন্যন্য পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়েছে। এর জন্য শ্রী যোগীর কাছে কুম্ভ দর্শনার্থীগণ কৃতজ্ঞ থাকবেন ।