কংগ্রেসে গণতন্ত্র ফেরানোর দাবিতে এবার সরব উত্তর প্রদেশের নেতারা

0
502

বঙ্গদেশ ডেস্ক: কোন্দল থামার লক্ষণ নেই কংগ্রেসে৷ এর আগে দলের ২৩ জন নেতা সনিয়া গান্ধীকে চিঠি লিখেছিলেন৷ দলের সভাপতি পদে ও ওয়ার্কিং কমিটিতে নির্বাচনের দাবি তোলা হয়েছিল ওই চিঠিতে৷ এবার আরও একটি চিঠি পাঠানো হল সোনিয়া গান্ধীকে৷

এবার পাঠিয়েছেন উত্তরপ্রদেশের নয় জন কংগ্রেস নেতা৷ ওই চিঠিতে কংগ্রেসে পারিবারিক মোহ ছেড়ে গণতন্ত্র ফেরানোর দাবি তোলা হয়েছে৷ পক্ষান্তরে কংগ্রেসে গান্ধী পরিবারের ছড়ি ঘোরানোর ব্যবস্থা বন্ধ করার দাবি করা হয়েছে ওই চিঠিতে৷

প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ভরাডুবির পর কংগ্রেসের সভাপতির পদ ছেড়ে দিয়েছিলেন রাহুল গান্ধী৷ তার পর দলের নেতাদের একাংশের অনুরোধ সত্ত্বেও রাহুল গান্ধী সভাপতি পদে ফিরতে রাজি হননি৷

অন্যদিকে এই সময় দলের দায়িত্ব সামলাচ্ছেন সোনিয়া গান্ধী৷ তিনি এখন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী৷ কিন্তু এখন কংগ্রেসে স্থায়ী সভাপতির দাবি তুলেছেন দলের ২৩ জন নেতা৷ সেই তালিকায় রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদের মতো নেতাও রয়েছেন৷

ফলে কংগ্রেসের অন্দরে তার পর থেকেই কোন্দল চরমে পৌঁছেছে৷ আজাদের মতো নেতারা যখন একদিকে নিজেদের দাবিতে অনড় থেকে সংবাদমাধ্যমে বিবৃতি দিয়েছেন৷ তখন গান্ধী পরিবারের ঘনিষ্ঠরা বিদ্রোহীদের কোণঠাসা করতে রোজই চেষ্টা করেছেন৷ ফলে সব মিলিয়ে কোন্দলের পর্যায় আরও বাড়ছে, তা উত্তর প্রদেশের ন’জন নেতার চিঠিতেই স্পষ্ট৷