বিশ্বভারতীর উপাচার্যকে বিজেপি ঘনিষ্ঠ বলে তৃণমূলের কটাক্ষ, জবাব দিলেন উপাচার্য

0
466

বঙ্গদেশ ডেস্ক: বঙ্গ সংস্কৃতিকে হাতিয়ার করে বিজেপির ন্যায় মাঠ দখলের চেষ্টায় মরিয়া তৃণমূল। এই লক্ষ্যে বোলপুরে অমিত শাহের রোড-শো এর পরপরই একইরকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে পদযাত্রা করেছে তৃণমূল কংগ্রেস। ফলে রাজ্য রাজনীতির মাঠের উত্তেজনা তুঙ্গে। এদিন এই পদযাত্রার সভা থেকে তৃণমূল কংগ্রেস বিশ্বভারতীর উপাচার্যকে বিজেপির ঘনিষ্ঠ বলে কটাক্ষ করে। তবে চুপ থাকেননি বিশ্বভারতীর মাননীয় উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।

বিশ্বভারতীর মাননীয় উপাচার্য এদিন একে একে সকল বিতর্কের জবাব দেন৷ রবীন্দ্রনাথ ঠাকুরের আসনে অমিত শাহের বসা নিয়ে তৈরি বিতর্ক প্রসঙ্গে উপাচার্য বলেন, ” এমন তো নয় যে অমিত শাহ একাই শুধু এই চেয়ারে বসেছেন। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাজীব গান্ধী, প্রণব মুখার্জি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ইন্দিরা গান্ধী সকলেই বসেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অমিত শাহ আমাদের বিশ্ববিদ্যালয়ে এসেছেন, কোনও দলীয় কর্মী হিসেবে নয়। প্রশাসনিক নিয়ম নীতি না জেনে অলীক বিতর্ক তৈরির চেষ্টা উদ্দেশ্য প্রণোদিত ব্যতীত কিছুই নয়। ”

তৃণমূল থেকে আরও অভিযোগ করা হয়েছিল যে, বিশ্বভারতীর শতবর্ষের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়নি। উপাচার্য এদিন এই বিষয়ের উত্তর দিয়ে বলেছেন যে মুখ্যমন্ত্রীর কাছে আমন্ত্রণপত্র পাঠানো সত্ত্বেও কোন জবাব দেওয়া হয়নি। এমনকি তিনি বোলপুরে যেদিন দলীয় কর্মসূচিতে এসেছিলেন, সেদিনও দেখা করতে চেয়ে মুখ্যমন্ত্রী বরাবর চিঠি দেওয়া হয়েছিল কিন্তু তারও কোন উত্তর দেওয়া হয়নি।

বিতর্ক এড়ানোর জন্যে, ” উপাচার্য বিজেপির ঘনিষ্ঠ লোক ” তৃণমূলের এই অভিযোগের কোন জবাব দেননি মাননীয় উপাচার্য। তবে, বিশ্বভারতীর জমি বেদখল প্রসঙ্গে উপাচার্য বলেন, ” বিশ্ববিদ্যালয়ের মোট ৭৭ একর জমি দখলকারীদের তালিকায় অমর্ত্য সেনের নাম রয়েছে ঠিক, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও এই ব্যাপারে কোন সিদ্ধান্ত নেয়নি। সম্পূর্ণ আলোচনার পরেই বিশ্ববিদ্যালয় কমিটি সম্পূর্ণ বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবে।”