ভ্যাক্সিন মৈত্রীঃ কিংবদন্তী ভীভ রিচার্ডসহ ক্যারিবিয়ান ক্রিকেটেররা ভারতের প্রশংসায় পঞ্চমুখ

0
958

বঙ্গদেশ ডেস্ক – কিংবদন্তী স্যার ভিভিয়ান রিচার্ডস সহ ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটাররা ক্যারিবীয়ান দ্বীপপুঞ্জে কোভিড -১৯ ভ্যাকসিন সরবরাহ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতকে ধন্যবাদ জানিয়েছেন। এই মাসের শুরুতে অ্যান্টিগুয়া এবং বার্বুডা কোভিড -১৯ ভ্যাকসিনের ১,৭৫,০০০ ডোজ পেয়েছিল যার মধ্যে ৪০,০০০ ‘ভ্যাকসিন মৈত্রী’ প্রকল্পের অধীনে অনুদান হিসেবে দেওয়া হয়েছিল বলে ওপ ইণ্ডিয়া তাদের রিপোর্টে উল্লেখ করেছে।

“আমি দেশে যে ভ্যাকসিনটি পেয়েছি, সেক্ষেত্রে অবদানের জন্য ভারতকে ধন্যবাদ জানাতে চাই। অ্যান্টিগুয়ান এবং বার্বুডার জনগণের পক্ষ থেকে আমরা আপনাকে (মোদিজি) ধন্যবাদ জানাই। ভবিষ্যতেও সম্পর্কের ভালোবাসা এভাবেই অব্যাহত থাকবে বলে আমরা প্রত্যাশা করছি।” তিনি আরও বলেন, “আপনাকে অনেক ধন্যবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের হাইকমিশনকেও ধন্যবাদ।” রিচার্ডস গায়ানায় ভারতের হাইকমিশনের পোস্ট করা একটি ভিডিওতে টুইটারে বলেছেন, “আমরা এই ধরনের সহৃদয় সাহায্যের জন্য ভারতের সকল মানুষকেও ধন্যবাদ জানাই।”


ভিডিওটিতে অন্যদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের আরেক কিংবদন্তি স্যার রিচি রিচার্ডসনও রয়েছেন, যিনি একই জাতীয় বার্তা ভাগ করে নিয়েছেন। “অ্যান্টিগুয়া ও বার্বুডার সরকার এবং জনগণের পক্ষ থেকে, আমি ভারতের প্রধানমন্ত্রী মোদীকে আমাদের ৪০,০০০ টিকা দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে চাই। আমরা আপনার এবং আপনার দেশের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। অনেক ধন্যবাদ আপনাদেরকে” রিচার্ডসন বলেছিলেন।


ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক জিমি অ্যাডামস এবং ব্যাটসম্যান রামনরেশ সরওয়ানও ভ্যাকসিন কূটনীতির জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছেন। বিষয়টি নিয়ে বিদেশমন্ত্রকের তরফে এস জয়শঙ্করও টুইট করেছেন। বিশ্বগুরু ভারত বিভিন্ন দেশকে ভ্যাক্সিন দিয়ে সহায়তা করছে, ভবিষ্যতে পাশে থাকার ভরসা দিচ্ছে এবং একইসাথে সারা বিশ্বে নিজেদের অবস্থানকেও মজবুত করছে। এই ‘সফট পাওয়ার’ ভবিষ্যতে ভারতকে ‘সুপার পাওয়ার’ করে তুলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।