উত্তরপ্রদেশের পর দিল্লীতেও চললো যোগীর বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল জমি মাফিয়াদের বাড়ি

0
682

বঙ্গদেশ ডেস্ক:- উত্তরপ্রদেশের পর এবার দিল্লীতেও জমি মাফিয়াদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো সেচ বিভাগ ভূমাফিয়াদের দখল থেকে ইতিমধ্যে মুক্ত করেছে বেশকিছু জায়গা। যার মধ্যে রয়েছে যমুনা নদীর তীরে ওখলা ও মদনপুর খদরে।

এই সমস্ত জমি মাফিয়ারা অবৈধভাবে দখল করে ছোট ছোট প্লটে জমি বিক্রি করে দিয়েছিল। সেখানে বিল্ডিং তৈরিরও কাজ‌ও চলছিল পুরোদমে। তার‌ইমধ্যে জমি মাফিয়াদের কবল থেকে জমি মুক্ত করে এক অসাধ্য সাধন করেছে যোগী সরকার।

জমি মাফিয়াদের কাবু করে ফাঁদে ফেলার জন্য একটি পোর্টাল চালু করেছিলেন যোগী আদিত্যনাথ। ওই পোর্টালে প্রচারের মাধ্যমেই সমগ্র রাজ্য থেকে রাতারাতি অবৈধ দখল সরাতে তারা সক্ষম হয়। বর্তমানে দিল্লী জমি মাফিয়াদের দখল থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়েছে।

এর আগে বিভিন্ন জায়গা থেকে এই জমি মাফিয়াদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও, কোন সরকার‌ই তাদের উচ্ছেদ করতে পারেনি। কিন্তু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই কাজ সফলভাবে করে দেখালেন। তিনি এই বিল্ডিং-র উপর সটান বুল্ডোজার চালিয়ে দিয়েছেন। অবৈধ উৎপাতের হাত থেকে এভাবেই তিনি রক্ষা করলেন দিল্লীকে। প্রায় ৬ একর জমিকে মুক্ত করতে সক্ষম হয়েছে যোগী সরকার।