পোড়ানো হল কোম্পানির শার্ট, চীনের টাকা রয়েছে বলে চাকরি ছাড়লেন শতাধিক যুবক

0
454

বঙ্গদেশ ডেস্ক: পূর্ব লাদাখে ভারত-চীন সংঘর্ষের ঘটনা সকলের সামনে আসার পর থেকেই চীনা দ্রব্য বয়কট করে শুরু করেছে গোটা ভারতবর্ষ৷ লকডাউনে মানুষের আর্থিক ক্ষতি হওয়া সত্ত্বেও তারা কমদামী চীনা জিনিস কিনছেন না। এবার সেই “বয়কট চীন” অভিযানে সামিল হয়ে চাকরি ছাড়লেন কলকাতার শতাধিক যুবক৷

করোনা আবহে যেখানে বিভিন্ন সংস্থাগুলি কর্মী ছাঁটাই করছে সেখানে এভাবে দেশপ্রেম দেখিয়ে চাকরি ছেড়ে দেওয়ার ঘটনা বিরল। কিন্তু হ্যাঁ, এটাই হয়ত ভারতবর্ষ। শনিবার কলকাতার রাস্তায় চীনা আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কোম্পানির দেওয়া টি-শার্ট পুড়িয়ে চাকরি ছাড়লেন তাঁরা। প্রতিবাদীরা স্পষ্ট করে জানিয়ে দেন “চীন বিনিয়োগ করেছে এমন কোনো সংস্থায় তারা কাজ করতে চান না।”

এরা সকলেই জনপ্রিয় ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটোয় কাজ করেন৷ তাঁরা আরো বলেন ” জোম্যাটোয় চীনা সংস্থার মোটা অঙ্কের বিনিয়োগ রয়েছে৷ চীন ভারত থেকে লাভ তুলে নিয়ে সেই ভারতেরই জমি দখল করার চেষ্টা করে, জওয়ানদের খুন করে৷ এগুলো হতে দেওয়া যায়না। ” কথায় স্পষ্ট জানিয়ে দেন যে তাঁরা না খেয়ে থাকবেন, তাও ভাল কিন্তু এমন কোম্পানিতে কাজ করবেন না৷ শনিবার বেহালার রাস্তায় সকলে প্রতিবাদ দেখান। তাঁরা সাধারণ মানুষের কাছে জোম্যাটোয় খাবার অর্ডার না করারও আবেদন করেন৷

প্রসঙ্গত বলে রাখা ভাল, ২০১৮ সালে চীনা সংস্থা আলিবাবার অ্যান্ট ফাইনান্সিয়াল জোম্যাটোতে ২১০ মিলিয়ন ডলার বিনিয়োগ করে৷ সম্প্রতি আরো ১৫০ মিলয়ন ডলার বিনিয়োগ করে তারা৷