টার্গেট মুম্বইয়ের তাজ হোটেল! ‘পাকিস্তান’ থেকে বেনামী ফোনে ছড়ালো উত্তেজনা

0
656

বঙ্গদেশ ডেস্ক: সোমবার রাতে ঘড়ির কাঁটায় তখন বারোটা বেজে তিরিশ মিনিট। দিনের আর বাকী সময়ের মতই মুম্বইয়ের তাজ হোটেল তখনও ব্যস্ত। ফোন আসে একটি, আর সেই ফোন থেকেই ছড়ায় উত্তেজনা। পাকিস্তান থেকে ফোন করে বলা হয় “উড়িয়ে দেওয়া হবে হোটেল”।

২০০৮ সালের ২৬ নভেম্বর এখনো পুরোপুরি ভুলতে পারেনি ভারতবর্ষ। পাকিস্তানি সন্ত্রাসবাদী হামলার কেন্দ্রবিন্দু হয়েছিল মুম্বইয়ের তাজ হোটেল। সেই ঘটনার কথা চোখ বন্ধ করে মনে করলে এখনো যেন মানুষ তাজ হোটেলের জ্বলন্ত গম্বুজ দেখতে পায়।

হামলায় মোট ১৬৬ জন সাধারণ মানুষ মারা গেছিলেন, আহতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছিল। পাকিস্তান থেকে আধুনিক সাজ সরঞ্জামে তৈরি হয়ে জলপথ হয়ে হামলা চালাতে এসেছিল ১০ জন সন্ত্রাসবাদী। তাজ হোটেল ছাড়াও নিশানা ছিল ছত্রপতি শিবাজী রেল টার্মিনাস, ওবেরয় ট্রাইডেন্ট, নারিম্যান হাউস, কামা হাসপাতাল। চারদিন ধরে মুম্বইতে জঙ্গিদের সাথে গুলির লড়াই চলেছিল নিরাপত্তা বাহিনীর৷ একমাত্র জীবিত জঙ্গি হিসেবে ধরা পড়েছিল কাসাভ। ২০১২ সালের ২১ শে নভেম্বর কাসাভকে ফাঁসিতে চড়ানো হয়েছিল।

তাই স্বভাবতই উড়ো ফোনে হুমকি পেয়ে উত্তেজনা ছড়ায়। নিরাপত্তা ব্যবস্থা আরো কড়া করে দেওয়া হয়৷ তবে সত্যিই কি হুমকির কোনো ভিত্তি রয়েছে? নাকি এ নিতান্তই ফাঁকা আওয়াজ, তা নিয়ে তদন্ত চলছে৷