আগুন লাগার পরেও – ৪৩

0
699

দীপ্তাস্য যশ

আগের পর্বসমূহ – [] – [] – [] – [] – [] – [] – [] – [] – [] – [১০] – [১১] – [১২] – [১৩] – [১৪] – [১৫] – [১৬] – [১৭] – [১৮] – [১৯] – [২০] – [২১] – [২২] – [২৩] – [২৪] – [২৫] – [২৬] – [২৭] – [২৮] – [২৯] – [৩০] – [৩১] – [৩২] – [৩৩] – [৩৪] – [৩৫] – [৩৬] – [৩৭] – [৩৮] – [৩৯] – [৪০] – [৪১] – [৪২]

তেতাল্লিশ

ভট্টাচার্য্যিবাবু বেশ আয়েস করে সোফায় বসেছিলেন, সামনে এক পেগ হুইস্কি আর খানিকটা কাজু বাদাম রাখা। এমন সময় ফোনটা বেজে উঠল।

ফোনের স্ক্রীনে দেখলেন নামটা। একবার দেখে ফোনটা তুলে ‘হ্যালো’ বলতে ওপার থেকে আওয়াজ ভেসে এলো।

স্যার, সুকুর মারা গেছে।”

একটু নড়েচড়ে বসলেন ভট্টাচার্য্যবাবু, তারপর জিজ্ঞেস করলেন,“কীভাবে?”

গায়ে আগুন লেগে মারা গেছে স্যার। আমি এখন স্পটেই আছি।”

গায়ে আগুন কী করে লাগল?”

ঠিক বোঝা যাচ্ছেনা স্যার। পুরো বাড়িটাই আগুনে পুড়ে গেছে। তবে এক্সিডেন্ট বলে মনে হচ্ছে না।”

দীপ্তাস্য যশের বড় গল্প “অগ্নি কুঠার” এবং উপন্যাস “আগুন লাগার পরেও” সংকলিত হয়ে “আগুন লাগার পরেও” শিরোনামে বই হিসেবে প্রকাশিত হচ্ছে বইচই থেকে। ১২ই ফেব্রুয়ারী ২০২২ থেকে থেকে বইটি পাওয়া যাচ্ছে বইচই ওয়েবসাইট এবং তাদের কলেজস্ট্রীটের বিপণী থেকে।

Aagun Lagar Poreo