তামিলনাড়ুঃ কোয়েম্বাটুরে কমল হাসানকে হারালেন বিজেপির ভানাথি

বঙ্গদেশ ডেস্ক – তামিলনাড়ুতে আবার ডিএমকে ক্ষমতায় এসেছে। এআইএডিএমকে-কে পরাজিত করে, এমএনএম-এর প্রধান কমল হাসান রবিবার কোয়েম্বাটোর দক্ষিণ বিধানসভার ভোটে বিজেপি প্রার্থী ভানাথী শ্রীনিবাসনের কাছে হেরে গেছিলেন। অভিনেতা-রাজনীতিবিদ ভানাথির ৪৫,৯৩২ ভোটের তুলনায় তিনি ৪৪,০৪২ ভোট পেয়েছিলেন। এই ভোটের লড়াইয়ের পরে এই নির্বাচনটি ৯০০ টিরও বেশি ভোটে হেরে যায়। ডিএমকে ১৩২ টি আসন জিতেছে এবং এআইএডিএমকে ৬৯ টি আসন পেয়েছে, এভাবেই এম কে স্টালিনের প্রথম মুখ্যমন্ত্রীত্বের মেয়াদ শুরু হল।

বিশ্বরূপম সিনেমার তারকা ফেব্রুয়ারীর ২০১৮ সালে মাদুরাইয়ের একটি জনসভায় তাঁর দলের পথ চলা শুরু করেছিলেন; এমএনএম তামিল রাজনীতির শূন্যতা পূরণ করবে বলে জানিয়েছে। তিনি তাঁর দলের পতাকাও ডিজাইন করেছিলেন যা ছয়টি সংযুক্ত হাত দেখায় যা ভারতের দক্ষিণের রাজ্যগুলির মধ্যে সহযোগিতার প্রতীক। লোকসভা নির্বাচনে দলটি ৩৬ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল কিন্তু কোনটিই জেতেনি এবং তামিলনাড়ু উপনির্বাচনেও তারা অ্যাকাউন্ট খুলতে ব্যর্থ হয়েছিল।

কমল হাসান যখন রজনীকান্তের সঙ্গে জোট করার পক্ষে ছিলেন, তখন রজনীকান্ত তার রাজনৈতিক আকাঙখা বন্ধ করার কথা জানান। ফলে সেই পরিকল্পনা বাতিল হয়ে যায়। এমএনএম আগ্রাসীভাবে এই সুপারস্টারকে নিয়ে কোয়েম্বাটোর দক্ষিণে প্রচার চালিয়েছিল।