আগুন লাগার পরেও – ৪৫

0
908

দীপ্তাস্য যশ

আগের পর্বসমূহ – [] – [] – [] – [] – [] – [] – [] – [] – [] – [১০] – [১১] – [১২] – [১৩] – [১৪] – [১৫] – [১৬] – [১৭] – [১৮] – [১৯] – [২০] – [২১] – [২২] – [২৩] – [২৪] – [২৫] – [২৬] – [২৭] – [২৮] – [২৯] – [৩০] – [৩১] – [৩২] – [৩৩] – [৩৪] – [৩৫] – [৩৬] – [৩৭] – [৩৮] – [৩৯] – [৪০] – [৪১] – [৪২] – [৪৩] – [৪৪]

পঁয়তাল্লিশ

সুবল দাওয়াটায় বসে বসে ভাবছিল, এই জায়গাটা তার এত চেনা চেনা কেন লাগে? আগে কি কখনও এসেছে? এই লোকগুলো— যাদের মুখটা চেনা চেনা লাগে, তাদের কি আগে কোথাও সে দেখেছে? বেশীক্ষণ ভাবতে পারে না সুবল। কী যে জ্বালা হয়েছে, সব কিছু আবছা আবছা মনে পড়েকিন্তু পুরোটা মনে পড়তে চায় না। একটু চেপে ভাবলেই মাথায় যন্ত্রণা হতে থাকে। খুব  যন্ত্রণা হলে কেমন যেন কাঁপুনি লাগে। তখন আর দাঁড়িয়ে থাকতে পারে না। এখনও দাঁড়িয়ে থাকতে পারছিল না আর। তাই দাওয়াতেই বসে পড়েছিল।

দীপ্তাস্য যশের বড় গল্প “অগ্নি কুঠার” এবং উপন্যাস “আগুন লাগার পরেও” সংকলিত হয়ে “আগুন লাগার পরেও” শিরোনামে বই হিসেবে প্রকাশিত হচ্ছে বইচই থেকে। ১২ই ফেব্রুয়ারী ২০২২ থেকে থেকে বইটি পাওয়া যাচ্ছে বইচই ওয়েবসাইট এবং তাদের কলেজস্ট্রীটের বিপণী থেকে।

Aagun Lagar Poreo