আগুন লাগার পরেও – ৪৬ (শেষ পর্ব)

0
1327

দীপ্তাস্য যশ

আগের পর্বসমূহ – [] – [] – [] – [] – [] – [] – [] – [] – [] – [১০] – [১১] – [১২] – [১৩] – [১৪] – [১৫] – [১৬] – [১৭] – [১৮] – [১৯] – [২০] – [২১] – [২২] – [২৩] – [২৪] – [২৫] – [২৬] – [২৭] – [২৮] – [২৯] – [৩০] – [৩১] – [৩২] – [৩৩] – [৩৪] – [৩৫] – [৩৬] – [৩৭] – [৩৮] – [৩৯] – [৪০] – [৪১] – [৪২] – [৪৩] – [৪৪] – [৪৫]

ছেচল্লিশ

সফিকুল সাহেব একবার রুমাল বার করে ঘাম মুছলেন। বর্ষা নেমে গেছে, কিন্তু এখনও একটা ভ্যাপসা গরম রয়েছে। মাথার উপরে ফ্যান চলছে বটে, কিন্তু এখানে এতগুলো লোক বসে আছে যে, ফ্যানের হাওয়া গায়ে লাগছে না।

সুবলের কাছে এলে সব সময়েই অপেক্ষা করতে হয়। সারাদিন লোকের আনাগোনা লেগেই আছে। এমনকি তিনি শুনেছেন, কেউ যদি রাতবিরেতেও কোন সমস্যায় পড়ে, তাহলেও সুবল তার কাছে দৌড়ে যায়। কারুর বাড়ির লোক হাসপাতালে ভর্তি, রেয়ার ব্লাড গ্রুপের রক্ত লাগবে— সেই ব্যবস্থা সুবলের লোকেরা সাথে সাথে করে দেবে। কারুর মেয়ের বিয়ে হচ্ছে না টাকার অভাবে, সুবল বিয়ের ব্যবস্থা করে দেবে। সব কাজেই আছে ছেলেটা। অথচ এই ছেলেটাই যখন ভট্টাচার্য্যিবাবুর দলবলের বিরুদ্ধে লড়াই করে, তখন আবার তার পুরোই উল্টো চরিত্র। নির্দ্বিধায় মানুষ খুন করতেও বাঁধে না। এই কয়েক মাসেই সুবলের নামে ছয় খানা খুনের মামলা জমা হয়েছে। সুবলকে এর আগে একদিন তিনি এই নিয়ে জিজ্ঞেস করেছিলেন। তাতে উত্তর পেয়েছিলেন, “আপনি যদি আমাকে ধরতে পারেন, আমার বিরুদ্ধে যদি প্রমাণ যোগাড় করতে পারেন— তাহলে ধরুন! আমি তো আপনাকে আটকাচ্ছি না। আমি আইনের উপরে ভরসা রাখি। আইন ফেল করলে তখনই আমার আদালতে শুনানি করি।”

দীপ্তাস্য যশের বড় গল্প “অগ্নি কুঠার” এবং উপন্যাস “আগুন লাগার পরেও” সংকলিত হয়ে “আগুন লাগার পরেও” শিরোনামে বই হিসেবে প্রকাশিত হচ্ছে বইচই থেকে। ১২ই ফেব্রুয়ারী ২০২২ থেকে থেকে বইটি পাওয়া যাচ্ছে বইচই ওয়েবসাইট এবং তাদের কলেজস্ট্রীটের বিপণী থেকে।

Aagun Lagar Poreo