এজাজ খানের হিন্দু পণ্ডিত বিরোধী মন্তব্যের জেরে উত্তপ্ত সোশ্যাল মিডিয়া

0
940

বঙ্গদেশ ডেস্ক:- হিন্দুদের ওপর আক্রমণ যেন দিনের পর দিন বেড়েই চলেছে। কোন একটা ঘটনাকে কেন্দ্র করে হিন্দু সমাজকে টার্গেট করে ঘৃণ্য মন্তব্য রাখা একটা ট্রেন্ড হয়ে উঠেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে রূপালি জগতের অভিনেতা অভিনেত্রী কেউই বাদ যাচ্ছেনা এই তালিকায়। ফের একবার বিতর্কিত মন্তব্যের জন্য নেটিজেনদের ক্ষোভের মুখে এজাজ খান।

সম্প্রতি বলিউড অভিনেতা এজাজ খানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে এজাজ খানকে হিন্দু পণ্ডিতদের গালিগালাজ করতে দেখা গিয়েছে। ওই ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হওয়ার পর ট্যুইটারে এজাজ খানকে অ্যারেস্ট করার দাবিতে সোচ্চার হয়েছেন নেটিজেনদের একাংশ।

বিজেপি নেতা কপিল মিশ্র, সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত প্যাটেল সহ হাজার হাজার মানুষ এজাজ খানকে গ্রেফতার করার আওয়াজ তুলেছেন। জানা গিয়েছে, এই ভিডিও রিসেন্ট সময়ের না। এজাজ খানের এই ভিডিও গত বছর ৮ সেপ্টেম্বর ২০১৮তে আপলোড হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ওই ভিডিওতে এজাজ খান দিল্লীর এক যুবক সাহিলের মৃত্যু নিয়ে নিজের মন্তব্য প্রকাশ করেছিলেন। ভিডিওতে দেখা গিয়েছে, এজাজ খান সাহিল নামের এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে পুরো হিন্দু পণ্ডিত সমাজকে দুষছে।

এই ভিডিও ভাইরাল হওয়ার পর ধার্মিক গুণীজনরা তাদের বক্তব্য তুলে ধরেছেন, সেখানে বলা হয়েছে, সনাতনী সংস্কৃতি মানুষকে সহনশীল হতে শেখায়। সনাতন হিন্দু ধর্ম অপর মানুষকে আত্মীয় চোখে দেখে। সেখানে ঘৃণা বা বিদ্বেষের কোনো স্থান নেই তাই বারবার হিন্দু ধর্মকে কোপের মুখে পড়তে হয়। কিন্তু এতকিছুর পরেও হিন্দু ধর্মের গরিমা ছোট হয়ে যায় না।

এজাজ খানের এই ভিডিও ভাইরাল হওয়ার পর তাকে গ্রেফতার করার দাবিতে সরব হয়েছে অনেকেই। বিজেপির নেতা কপিল মিশ্র মন্তব্য করেছেন, ‘এজাজ খানের বক্তব্য নিয়ে অনেক মানুষের মনে ক্ষোভ তৈরি হয়েছে। এই মন্তব্যের জন্য শুধুমাত্র ক্ষমা চেয়ে তাঁর নিস্তার নেই, অবিলম্বে এজাজ খানকে গ্রেফতার করে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হোক। আইনি পদক্ষেপই একমাত্র উপায়। রাজ্য সরকার আর আইন শৃঙ্খলার সঙ্গে যুক্ত কর্মকর্তারা আশাকরি এই ঘৃণ্য বক্তব্য শীঘ্রই বুঝবে।”