ক্ষমতায় এলে RSS কে নিষিদ্ধ করার হুমকি আসাম কংগ্রেস সভাপতির 

0
880

বঙ্গদেশ ডেস্ক:আসামের কংগ্রেস সভাপতি রিপুন বরা, আসামের করিমগঞ্জে আয়োজিত একটি দলীয় সভার মঞ্চ থেকে RSS কে নিশানা করে হুমকি দিলেন৷ RSS কে নিষিদ্ধের দাবী করে তিনি ঘোষণা করেন, ক্ষমতায় এলে তারা RSS কে নিষিদ্ধ করবে। বিজেপি সরকারের প্রণীত বিভিন্ন বিলকে জনবিরোধী আখ্যা দিয়ে আসাম কংগ্রেস এই প্রতিবাদ সভার  আয়োজন করে। 

বিজেপিকে আসামের বিধানসভা নির্বাচনে পরাস্ত করার জন্য আসাম কংগ্রেস বদরুদ্দীন আজমলের নেতৃত্বাধীন মৌলবাদী দল AIDUF এর সাথে জোট গড়েছে। এরকম অবস্থানে থাকার পরেও কংগ্রেস সভাপতির এই ধরণের বক্তব্যে আসামের রাজ্য রাজনীতিতে হাস্যরসের সৃষ্টি হয়েছে। মুসলিম মৌলবাদীদের সাথে জোট করার পর থেকে মুসলিম তোষণের জন্য একের পর এক বক্তব্য দিয়ে চলেছে আসাম কংগ্রেস নেতারা। তারই ধারাবাহিকতায় তোষণের উদ্দেশ্যে কংগ্রেস সভাপতি ক্ষমতায় এলে RSS নিষিদ্ধের হুমকি দিলেন। 

আসাম কংগ্রেস নেতারা যদিও ঘোষণা দিয়েছিলেন যে এই সভায় কংগ্রেসের দিল্লীর নেতারা উপস্থিত ছিলেন। তবে কংগ্রেসের দিল্লীর নেতাদের কেউই এই সভায় উপস্থিত ছিলেন না। আসাম কংগ্রেস একদিকে মৌলবাদী AIDUF এর জোট করে ক্ষমতায় আসার চেষ্টা করছে, অন্যদিকে RSS কে নিষিদ্ধের দাবী করছে। সব মিলিয়ে আসামের রাজ্য রাজনীতিতে এক কৌতুককর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নেটিজেনদের অনেকে এমনও মন্তব্য করেছেন যে, কংগ্রেস একদিকে জিহাদীদের সাথে হাত মেলাচ্ছে, অন্যদিকে RSS কে নিষিদ্ধের দাবী করছে, আসলে কংগ্রেসের অবস্থা রাহুল গান্ধীর মতো, কখনওই বুঝতে পারে না যে তারা কি করবে।