ইঞ্জিনিয়ার সোন সুদও চান নিট পিছোক

0
429

বঙ্গদেশ ডেস্ক: দেশে প্রায় প্রতিদিনই নতুন করে প্রায় ষাট হাজার মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। লকডাউনের বিধিনিষেধ শিথিল হলেও জনজীবন একেবারেই স্বাভাবিক পর্যায়ে পৌঁছোয়নি। এরই মাঝে নীট, জয়েন্ট ও অন্যান্য প্রতিযোগিতামুলক পরীক্ষার আয়োজন করতে চেয়ে বিতর্কে জড়িয়েছে কেন্দ্র সরকার। এই জ্বলন্ত বিতর্কেই এবার মুখ খুললেন বলিউড অভিনেতা সোনু সুদ। তাঁর মতে পড়ুয়াদের জোর করে পরীক্ষা দেওয়ানো উচিৎ নয়।

সোনু সুদ বলেছেন, ‘ ছাত্রছাত্রীদের সমর্থন করা জরুরি। ছাত্রছাত্রী ও অভিভাবকদের আরো২-৩ মাস সময় দেওয়া উচিৎ। ২৬ লক্ষ ছাত্রছাত্রীদের মধ্যে অধিকাংশই বিহারের বাসিন্দা৷ বিহারে এখন ভয়ানক বন্যায় ১৩-১৪ টি জেলা ক্ষতিগ্রস্ত। এই পরিস্থিতিতে তারা পরীক্ষা দেবে কীভাবে? পরীক্ষা দিতে গিয়ে কোথায় থাকবেন? সেই টাকাও তো সবার কাছে নেই। ওদেরকে আমরা জোর করে বাড়ি থেকে বের করে এনে পরীক্ষা দিতে বাধ্য করতে পারিনা।’

সোনু জানিয়েছেন যে তিনি চান নভেম্বর কিংবা ডিসেম্বর মাসে এই পরীক্ষা নেওয়া হোক। তিনি বলেছেন, ‘আমি নিজে একজন ইঞ্জিনিয়ার। দেশের যে যুব সম্প্রদায় বিভিন্ন দফতরের দায়িত্ব নিতে চলেছেন তাদেরকে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে রাষ্ট্রকেই।’

প্রসঙ্গত, জেইই মেইন হওয়ার কথা পয়লা সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর অবধি। নীট হওয়ার কথা ১৩ সেপ্টেম্বর তারিখে। কিন্তু উক্ত তারিখগুলিতে পরীক্ষা আয়োজনের বিরোধিতা করেছে একাধিক অ-বিজেপি রাজ্য। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যৌথ আহ্বানে এদিন একটি বৈঠকও ডাকা হয়েছে। কেন্দ্রের এই পরীক্ষা আয়োজনকে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর বিরোধী বলে অভিহিত করে তারা সুপ্রিম কোর্টে অবধি যাওয়ার কথা ভাবছেন৷