রেলের বেসরকারিকরণকে দেশ বিক্রির সাথে তুলনা করলেন বিমান বসু

বঙ্গদেশ ডেস্ক: সিদ্ধান্ত নেওয়া হয়েছিল একবছর আগে। জানানো হয়েছিল যে ভারতীয় রেলের বেশ কিছু রুটে বেসরকারি সংস্থার মালিকানাধীন ট্রেন চালানো হবে। সম্প্রতি জানা গিয়েছে যে দেশের ১০৯টি রুটে মোট ১৫০টি বেসরকারী যাত্রীবাহী ট্রেন চালানোর জন্য টেন্ডার ডেকেছে ভারতীয় রেল।

কেন্দ্র সরকারের ধারণা রেলের বেসরকারিকরণের ফলে বিনিয়োগ বাড়বে, চাকরির সুযোগ বাড়বে, যাত্রীরাও ভাল পরিষেবা পাবেন৷ তবে এমন অভিনব উদ্যোগের বিরোধিতা করল বামেরা। রেলের বেসরকারিকরণ বন্ধের দাবী করল তারা। পলিটব্যুরোর তরফে জানানো হয় যে বিশ্বের কোথাও বেসরকারিকরণের প্রভাব ভালো হয়নি। কেন্দ্র সরকারকে সতর্ক করতে টেনে আনা হয়েছে করোনা মহামারীতে বেসরকারি হাতে স্বাস্থ্যব্যাবস্থা তুলে দেওয়ার প্রসঙ্গ।

কেন্দ্রের এই উদ্যোগের সমালোচনা করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তিনি কটাক্ষের সুরে বলেছেন “প্রধানমন্ত্রী আত্মনির্ভরতার কথা বলে দেশটাকেই বেচে দিচ্ছেন। ওনার কাছে আত্মনির্ভরতার অর্থই হয়ত দেশ বিক্রি করে দেওয়া। “