বাঙ্গালীর অগ্নিযুগের ইতিহাস স্থান পেল ভিক্টোরিয়ার বিপ্লবী ভারত গ্যালারিতে

0
475

বঙ্গদেশ ডেস্ক: শহীদ দিবসের দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে উদ্বোধন করবেন বিপ্লবী ভারত গ্যালারি( Biplobi Bharat gallery)। বুধবার সন্ধ্যা ৬টা নাগাদ ভার্চুয়াল মাধ্যমে ওই গ্যালারির উদ্বোধন করবেন তিনি। অনুষ্ঠান চলাকালীন ওই সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। স্বাধীনতার ৭৫ বছর পূর্তির প্রাক্কালে এই উদ্যোগ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার।

১৯৪৭ সালে সংঘটিত স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ সংক্রান্ত ঘটনাগুলি প্রদর্শন করা হবে বিপ্লবী ভারত গ্যালারিতে (Biplobi Bharat gallery)। স্বাধীনতা সংগ্রামে মহান বিপ্লবীদের অবদান, ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে তাঁদের সশস্ত্র প্রতিবাদ প্রতিরোধ, সবকিছুই তুলে ধরা হবে ওই গ্যালারিতে।

বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি টুইট করে স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুর প্রতি বিশেষ শ্রদ্ধা নিবেদন করে লিখেছেন,মাতৃভূমির জন্য তাঁদের প্রাণত্যাগ সদাসর্বদা দেশবাসীকে বিশেষভাবে অনুপ্রাণিত করবে।


সূত্রের খবর, ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের দোতলায় ৫ হাজার বর্গফুট জায়গা জুড়ে নতুন এই গ্যালারি তৈরি হয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের কিউরেটর জয়ন্ত সেনগুপ্ত বলেছেন, ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের নীচ তলায় যতটা জায়গা রয়েছে, দোতলায় অবশ্য ততখানি জায়গা নেই। দোতলায় ছোটখাটো গ্যালারি ছিল। তবে ওই গ্যালারির আশেপাশে কিছু জায়গা নিয়ে মোট ৫ হাজার বর্গফুটের জায়গা তৈরি হয়েছে, যেখানে তৈরি হয়েছে এই গ্যালারি। সূত্রের খবর, এই গ্যালারিতে যেগুলি প্রদর্শিত হবে, সেগুলি নেহরু মেমোরিয়াল মিউজিয়াম, ন্যাশনাল আর্কাইভ ও জাতীয় গ্রন্থাগার থেকে নেওয়া হয়েছে। এছাড়াও বেশ কিছু সংবাদপত্রের ক্লিপিংয়‌ও এই প্রদর্শনীতে দেখানো হবে।


২৩ মার্চ ভারতে শহীদ দিবস হিসেবে পালন করা হয়। ১৯৩১ সালের এই বিশেষ দিনে ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরু, এই তিন স্বাধীনতা সংগ্রামীকে ফাঁসিকাঠে ঝুলিয়েছিল ব্রিটিশ সরকার। তাঁদের স্মরণ করার জন্য‌ই এই বিশেষ দিনটি পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই বিশেষ দিনেই কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে উদ্বোধন করা হবে বিপ্লবী ভারত গ্যালারি।


বিপ্লবী ভারত গ্যালারি তৎকালীন রাজনৈতিক পটভূমিকে ফুটিয়ে তুলবে যা সমগ্র ভারত জুড়ে বিপ্লবী আন্দোলনের সূত্রপাত ঘটিয়েছিল। এই বিপ্লবী আন্দোলনের জন্মের ফলেই স্বাধীনতা সংগ্রামীরা উল্লেখযোগ্য সভা সমিতি গঠন, আন্দোলনের প্রসার, ভারতীয় জাতীয় সেনাবাহিনী গঠন, নৌ বিদ্রোহকে ত্বরান্বিত করতে পেরেছিলেন। সেই অবদানকে তুলে ধরা হবে এই গ্যালারিতে। দেশের বিভিন্ন স্থানের বিপ্লবীদের উল্লেখ রয়েছে এখানে। ঋষি অরবিন্দ থেকে শুরু করে রাজগুরু, ভগৎ সিং, মাস্টারদা সূর্য সেন সকলের সম্পর্কে বিস্তারিত তথ্য উল্লেখ রয়েছে এখানে।

এর আগে অবশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে বিপ্লবী ভারত গ্যালারি তৈরির কথা ঘোষণা করেছিলেন। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছিলেন, ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে ৫টির মধ্যে ৩টি গ্যালারি বন্ধ। সেগুলির অবস্থাও ভালো নয়। আমি আবেদন করছি, এই গ্যালারিগুলিকে স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশ্যে উৎসর্গিত করা হোক। তিনি আরও বলেছিলেন, এখানে প্রদর্শনীর মাধ্যমে নেতাজী সুভাষচন্দ্র বসু, অরবিন্দ ঘোষ, রাসবিহারী বসু, ক্ষুদিরাম বসুর মতো বিপ্লবীদের অবদানের কথা আমরা তুলে ধরবো। প্রধানমন্ত্রীর এই ধরনের ইচ্ছাপ্রকাশের পরই বিপ্লবী ভারত গ্যালারি তৈরির কাজের তোড়জোড় শুরু হয়।