তৃণমূলের ‘বহিরাগত’ ইস্যুতে জবাব দিতেই মোদী-শাহ-নাড্ডার নয়া স্ট্র্যাটেজি!?

0
509

বঙ্গদেশ ডেস্ক:- তৃণমূলের অভিযোগ, বিজেপি নেতাজিকে নিয়ে নোংরা রাজনীতি করছে। সৌগত রায় প্রশ্ন করেছিলেন, অমিত শাহরা রবীন্দ্রনাথের লেখা সাহিত্য পড়েছেন!? এই ইস্যু ধরেই বাংলার সংস্কৃতি, সাহিত্যের প্রসঙ্গ টেনে বিজেপির দিল্লি নেতৃত্বকে বারবার ‘বহিরাগত’ তকমা দিতে থাকে মমতা শিবির। এবার সেই বহিরাগত তকমার জবাব দিতে বাংলায় মোদী ও শাহের জোড়া স্ট্র্যাটেজি কি তবে আসন্ন?

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বাংলায় ২৩ জানুয়ারি নাগাদ আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কানাঘুষা শোনা যাচ্ছে, নেতাজী জন্ম জয়ন্তীর দিনে তিনি বাংলার মাটিতে পা রাখতে পারেন। যদিও বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি বিজেপি। ইতিমধ্যেই, পোর্ট ব্লেয়ারে নেতাজীর হাতে প্রথম তেরঙ্গা উত্তোলনের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে মোদী সোশ্যাল মিডিয়ায় বড় বার্তা দিয়েছেন।

এদিকে সূত্রের খবর, আগামী ২০২১ সালের ১২ জানুয়ার নাগাদ ফের রাজ্যে আসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সময় বিবেকানন্দের জন্মজয়ন্তী উৎসবে তিনি বিজেপির বিশেষ কর্মসূচিতে যোগ দিতে পারেন বলে খবর পাওয়া গিয়েছে ।

বাংলার নিজস্ব সংস্কৃতির প্রসঙ্গ তুলে যেখানে বারবার নাড্ডা সহ মোদী ও শাহদের মমতা বন্দ্যোপাধ্যায় ‘বহিরাগত’ তকমায় আক্রমণ শানিয়েছেন, সেখানে বাংলার সংস্কৃতি, শ্যামাপ্রসাদ মুখার্জীর স্বপ্নের পশ্চিমবঙ্গ বিজেপির কত আপন,তা স্পষ্ট করতেই বিশেষ বিশেষ তারিখকে লক্ষ্য রেখে বাংলা সফরে আসার পরিকল্পনা করছে প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী। এর ফলে আসন্ন বাংলার নির্বাচনে যে ঘাসফুল ও পদ্মফুলে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তা স্পষ্ট।

এদিকে,করোনার প্রকোপ কাটিয়ে গতবারের প্রবল রাজনৈতিক অপমান মাথায় রেখে জণগণের স্বার্থে ফের রাজ্যে আসছেন জেপি নাড্ডা। শোনা যাচ্ছে, সবকিছু ঠিক ঠাক থাকলে আগামী ৯ জানুয়ারি রাজ্যে আসতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এবং বাংলার জামাই এবার শশুরবাড়ির রাজ্যে এসে থাকবেন ২ দিন।