আনলক পর্ব শুরু হতেই বাড়ল গাড়ি বিক্রি

বঙ্গদেশ ডেস্ক : এপ্রিল মাসে কিছু গাড়ি সংস্থা একটিও গাড়ি বিক্রি করতে পারেনি। এর পর মে মাস থেকে আস্তে আস্তে মানুষের মন থেকে করোনা ভীতি দূর হতেই চাঙ্গা হচ্ছে গাড়ির বাজার। করোনাতে শহরের থেকে গ্রাম তুলনামূলক কম ক্ষতিগ্রস্থ তাই গ্রাম ও মফস্বল অঞ্চল থেকেই বেশি অর্ডার আসছে।

গ্রামীন বাজারকে আঁকড়ে ধরে ঘুরে দাঁড়াতে চাইছে গাড়ি শিল্প। মারুতি সুযুকি মে মাসে বিক্রি করেছিলো ৪২৮৯ টি গাড়ি সেখানে জুন মাসে বিক্রি করেছে ৫১২৭৪ টি গাড়ি।

হুন্ডাই এর মে তে বিক্রি হয়েছিলো ৫৭০০ ও জুনে বিক্রি ২১৩২০ টি গাড়ি। উভয়ক্ষেত্রেই করোনা পূর্ববর্তী বাজারের তুলনায় ৭০-৮০% বিক্রি আবার ফিরে এসেছে।
অনুসন্ধান ও প্রি বুকিং ও আগের তুলনায় ৮০-৮৫ % ফিরে এসেছে।

অনান্য গাড়ি সংস্থার ক্ষেত্রে হোন্ডা মে মাসে বিক্রি করেছে ১৩৯৮ টি গাড়ি ও জুনে বিক্রি করেছে ১০৩১৪ টি গাড়ি।

একইভাবে মোটরবাইকের ক্ষেত্রেও একইরকম ব্যাপার লক্ষ্য করা গেছে হিরো গত মে মাসে বিক্রয় করেছে ১,১২,৬৮২ টি বাইক সেখানে জুন মাসে বিক্রয় করেছে ৪,৫০, ৭৪৪ টি বাইক।

বিভিন্ন শোরুমের মালিকরা জানাচ্ছেন প্রথম বার গাড়ি ক্রেতাদের সংখ্যাটা বেশ বেড়েছে। এর কারন অবশ্যই করোনার জন্য যাতায়াতের সমস্যা। অন্যদিকে তেলে চলা গাড়ির তুলনায় গ্যাস ব্যবহারকারী গাড়ির অনুসন্ধান ও বিক্রি দুই ই বেড়েছে। মনে করা হচ্ছে তেলের অস্বাভাবিক দামবৃদ্ধিই এর মূল কারন।