কালো

0
909

আমার কৃষ্ণ কালো, আমি কালো,
কালো আমার মন, আর
কালোর আগুন জ্বললে, তুমি
তবেই দেখ রং।
কালোই তুমি বললে যখন,
এসো, কালোর ব্যাখান করি।
সে বর্ণালী কে লুকিয়ে রাখে,
ছড়ায় নাকো রং,
তাইতো কালো, আমরা বলি,
স্বার্থপরের ঢং।
প্রেম, হৃদয়ে, রক্ত লোহিত
রং দিয়েছো তুমি।
তবে মৃত প্রেম আর শুষ্ক শোণিত,
রং কি দেখনি?
তবু, আজ তর্কের তরে তর্ক নয়,
শুধু কোথাও ধন্ধ।
রুদ্ধ মনে কালো রং,
তাতে কালকূটেরি গন্ধ।
বিষের ধোঁয়ায় হাঁপ ধরে যায়,
নিশ্বাস প্রায় বন্ধ।
মনের মাঝে জমা কথায় পচনের দুর্গন্ধ। 

কলম আমার মুক্তি আজ,
কলমেই আজ শান্তি,
মনের জানলা আজকে খুলে,
কলমেই অভিব্যক্তি।
আশীষ মাগি কৃষ্ণ তরে,
আলোর পরশ চেয়ে।
মন আকাশে আসুক আলো,
রামধনু আর ফাগুন রং নিয়ে।