ওঁরা আমাদের জন্য যে রক্ত ঝরান এবার সেই ঋণ শোধ করার পালা

0
466

প্রিয়ম সেনগুপ্ত: ব্লাডমেটদের এবারের শিবির সেনা জওয়ানদের জন্য। আলিপুর কম্যান্ড হাসপাতালের নাম সকলেই জানি। সেনা জওয়ান এবং তাঁদের আত্মীয়দের চিকিৎসা হয় এই হাসপাতালে।

এই হাসপাতালে কার্ডিও ভাস্কুলার বিভাগটি পুনরায় চালু হচ্ছে খুব শিগগিরই। করোনার কারণে এটি বন্ধ ছিল। আগামী রবিবার একটি রক্তদান শিবির হওয়ার কথা ছিল। এ-ও কথা ছিল, ওই শিবির থেকে যে রক্ত সংগৃহীত হবে, সেটা দিয়েই ওই নতুন বিভাগের চিকিৎসা শুরু হবে।

দুর্ভাগ্যবশত, করোনার কারণে ওই শিবির বাতিল হয়ে যায়। এদিকে নতুন বিভাগ চালু করার জন্য অন্তত ৩০ ইউনিট রক্ত নিতান্ত দরকার। তাই আগামী রবিবারই কম্যান্ড হাসপাতালে একটি রক্তদান শিবিরের আয়োজন করছে ব্লাডমেটস। উৎসাহী রক্তদাতারা এই শিবিরে আসার জন্য যোগাযোগ করুন নিতাশার সঙ্গে 8017197476 নাম্বারে।