বন্ধুত্বের পরিসমাপ্তি? নেপালের পরিদর্শক দলের উপর কাঁদানে গ‍্যাস ছুঁড়ল চীন

0
933

বঙ্গদেশ ডেস্ক:- শত্রু দেশ ভারতের পর বন্ধু নেপালের সার্বভৌমত্বের ওপর তীব্র আক্রমণ হানলো বেজিং। এতদিন রাজনৈতিক কৌশলের মাধ্যমে নেপালকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল শি জিনপিং। তলায় তলায় ভারতের বিরুদ্ধে উস্কানিও দেওয়া হচ্ছিল। কিন্তু গত শনিবার যা ঘটল তাতে নেপাল চীন সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েছে বলা যেতেই পারে। চীন-নেপাল সীমান্তে, নেপালের বিরোধী নেতাদের নিয়ে গঠিত এক পরিদর্শক দলের ওপর কাঁদানে গ্যাস শেল নিক্ষেপ করল লাল ফৌজের সেনারা।

সূত্র মারফত জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে নেপালের হুমলা জেলার নামখা এলাকায়। এখানেই বগগত কয়েক মাস ধরে চীনারা নেপালের জমি দখল করেছে বলে অভিযোগ জানিয়েছিল সেখানকার বাসিন্দারা। স্থানীয়রা দাবি করেছিল, নেপালের জায়গায় চীন অবৈধভাবে নির্মাণ করেছে। অথচ চীন ঘনিষ্ঠ নেপালের বিদেশ মন্ত্রী সেই অভিযোগ অস্বীকার করে বলেছিলেন, ওই নির্দিষ্ট জায়গাটি চীনের সীমানাতেই অবস্থিত। তাঁর বক্তব্য ছিল, সরকারী রেকর্ড, যৌথ ক্ষেত্র পরিদর্শন এবং সীমানা মানচিত্রের রিপোর্টের ভিত্তিতে নিশ্চিত করা হয়েছে ওই জমি চীনের।

এরপর নেপালী কংগ্রেস ও নেপালের আরও কয়েকটি বিরোধী নেতৃবৃন্দ ওই এলাকা পরিদর্শনে গিয়েছিলেন। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই পরিদর্শক দলটি চীন-নেপাল সীমান্তের পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম স্থান পরিদর্শন করে নবম স্তম্ভের দিকে অগ্রসর হতেই তাদের উপর টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে চিনা পিএলএ-র সেনারা। অভিযোগ, পরিদর্শক দলটি লক্ষ্য করে দফায় দফায় গুলি ছোঁড়াও হয়। এই হামলায় নেপালী কংগ্রেসের নেতা জীবন বাহাদুর শাহী এবং নামখা গ্রাম- পুরসভার ভাইস চেয়ারপার্সন পেনা লামা গুরুতর আহত হয়েছেন বলে খবর। লামার চোখে বেশ ভালোই আঘাত লেগেছে বলে জানা গেছে।