খাস কলকাতার বুকে বিস্ফোরণে ক্লাবের ছাদ উড়ল, বাসিন্দারা আতঙ্কে

0
510

বঙ্গদেশ ডেস্ক:- সময় প্রাতঃকাল। ঘটনাস্থল বেলেঘাটা, কোলকাতার সন্নিকটেই। ঠিকানা ১৫০, বেলেঘাটা মেন রোড, গান্ধী ময়দান ফ্রেন্ডস সার্কেল।

আর পাঁচটা দিনের মতোই শুরু হয়েছিল দিনটা। হঠাৎ ভয়ানক আওয়াজে কেঁপে উঠল এলাকা। খাস কোলকাতার বুকে বিস্ফোরণের আওয়াজে গুজব ছড়ায় দ্রুত। খোঁজ নিয়ে জানা যায় ঐ এলাকার একটি ক্লাবঘরে বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য অনুযায়ী, সকাল সাতটা নাগাদ একটি প্রবল বিস্ফোরণ ঘটে ঐ এলাকায় যার তীব্রতায় একটি স্থানীয় ক্লাবের ছাদ উড়ে যায়।

ঘটনার খবর পেয়ে একটি বিশাল পুলিশবাহিনী ছুটে আসে এলাকায়। অনেকটা সময় জুড়ে ক্লাবঘর ও সংলগ্ন এলাকাটি ঘিরে রাখা হয়। পুলিশ প্রথামিক তদন্তের পরে মনে করছে, ওই ক্লাবে হয়তো বিস্ফোরণ মজুত করে রাখা হয়েছিল। তবে সকাল ৭ টারও আগে এই বিস্ফোরণ হওয়ায় সে সময় কেউ ক্লাবে ছিল না বলে জানা গিয়েছে। ক্লাবের মেইন গেটে ছিল তালা লাগানো থাকার ফলে কোনও প্রাণহানি হয়নি।

ক্লাবঘরের বিস্ফোরণ ঘিরে নানান তত্ত্ব উঠে আসছে। ক্লাবের সঙ্গে যুক্ত একাংশের দাবি, সেখানে গ্যাস সিলিন্ডার রাখা ছিল। কেউ বা কারা, বাইরে থেকে এসে ক্লাবঘর লক্ষ্য করে বোমা ছুঁড়েছে বলে অভিযোগ। যদিও ওই ক্লাব ঘরে বোমা রাখার অভিযোগ উঠেছে। তবে এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ক্লাব সদস্যেরা।

ইতিমধ্যে সন্ধেবেলায় লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিনিধি দল এলাকায় যাবার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। বেলেঘাটা বিস্ফোরণ কান্ডে এনআইএ তদন্তের দাবি করেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়৷ ঘটনাস্থলেই পুলিশের সাথে বিজেপির প্রতিনিধি দলের বচসা বাধে৷