ভারতের কূটনৈতিক জয়,শেষপর্যন্ত লিবিয়া‌ থেকে উদ্ধার ৭ অপহৃত ভারতীয়

0
510

বঙ্গদেশ ডেস্ক:- শেষ পর্যন্ত লিবিয়ায় অপহৃত সাতজন ভারতীয় নাগরিককে সাফল্যের সঙ্গে মুক্ত করল ভারত। সোমবার এই সুখবর প্রকাশ করেছেন বিদেশমন্ত্রক। ৯ই অক্টোবর এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানান, গত ১৪ সেপ্টেম্বর লিবিয়ার অ্যাসওয়ারিফ থেকে তাঁদের অপরহণ করা হয়। সেই সময় তাঁরা ভারতগামী বিমানের জন্য ত্রিপোলি বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন।

তাঁদের মুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন টিউনিশিয়ায় ভারতের রাষ্ট্রদূত পুনিত রয় কুন্দল। তিনি ওই মুক্তি পাওয়া সাত ভারতীয়ের সঙ্গে দীর্ঘক্ষণ ফোনে কথা বলেন। তারপর তাঁরা প্রত্যেকে সুস্থ ও নিরাপদ রয়েছেন বলে আশ্বাস দেন তিনি। ওই ভারতীয়রা এখন ব্রেগা এলাকায় নিজেদের সংস্থার অধীনে রয়েছে বলে খবর। তাঁরা অল শোলা অল মুদিয়া নামে একটি সংস্থার হয়ে কাজ করতে লিবিয়া গিয়েছিলেন বলে বিদেশমন্ত্রক সূত্রের জানানো হয়েছে।


বিদেশমন্ত্রক জানিয়েছে, তাঁদের প্রত্যেকের দেশে ফেরার ব্যাপারে প্রক্রিয়া শুরু করা হয়েছে। খুব দ্রুত তাঁদের ফিরিয়ে আনা হবে ভারতে। গোটা প্রক্রিয়া সম্পন্ন করতে সাহায্য করায় ও অপহৃতদের মুক্তির ব্যাপারে উদ্যোগ নেওয়ায় লিবিয়া প্রশাসনকে সাধুবাদ জানিয়েছে ভারত সরকার। খবর পাওয়া গিয়েছে, অপহৃতদের মুক্তির ব্যাপারে সহায়তা করে স্থানীয় কিছু উপজাতির মানুষও। তাঁদেরও আন্তরিক ধন্যবাদ জানিয়েছে ভারতের বিদেশমন্ত্রক।
লিবিয়াতে ভারতের কোনও রাষ্ট্রদূত নেই। তাই প্রতিবেশি দেশ টিউনিশিয়ার রাষ্ট্রদূত এই বিষয়টিতে হস্তক্ষেপ করেন। রিপোর্টে বলা হয়েছে, গত মাসে অন্ধ্রপ্রদেশ, বিহার, গুজরাত ও উত্তরপ্রদেশের এই সাত বাসিন্দা লিবিয়া থেকে অপহৃত হন।

বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, ওই সাত ভারতীয় লিবিয়ায় নির্মাণ শিল্প ও তেল সংস্থায় কাজ করতেন। নিয়োগকর্তারা ওই অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করলে তারা সাত ভারতীয়দের ছবি দেখিয়ে আশ্বস্ত করেন যে তাঁরা সুরক্ষিত ও ভালো আছেন।
তবে এই প্রথম নয়, এর আগেও লিবিয়াতে অপহৃত হতে হয়েছিল ভারতীয়দের। ২০১৫ সালে চার জন ভারতীয়কে অপহরণ করা হয় ও পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এছাড়া মোসুলে ৩৯ জন শ্রমিককে আইএসআইএস- অপহরণ করেছিল।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৫ সালের সেপ্টেম্বরে ভারতের তরফে লিবিয়া‌ যাওয়া একটি নির্দেশিকা জারি করা হয়েছিল। নির্দেশিকায় লিবিয়ায় যেতে নিষেধ করা হয়েছিল। সেখানকার নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় বিদেশমন্ত্রক। ২০১৬ সালে পরিস্থিতির আরও অবনতি হওয়ায়, মে মাসে আর একদফা নির্দেশিকা জারি করে ভারতীয়দের লিবিয়ায় যাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়া হয় হয়। সেই নিষেধাজ্ঞা বর্তমানেও জারি রয়েছে বলে সূত্রের খবর।