“জয় শ্রীরাম” শ্লোগান বন্ধের আবেদন জানিয়ে করা জনস্বার্থ মামলা খারিজ করলো সুপ্রিম কোর্ট 

0
729

বঙ্গদেশ ডেস্ক: গত ১ মার্চ তারিখে, পশ্চিমবঙ্গে “জয় শ্রীরাম” শ্লোগান বন্ধের আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা করেছিল আইনজীবী মনোহরলাল শর্মা। এই মামলাটি দায়ের হওয়ার পর ব্যপক সমালোচনা ও ক্ষোভ দেখা যায় রাজ্যের নেটিজেনদের মধ্যে। তবে সুপ্রিম কোর্ট হিন্দু সমাজের আবেগের ধ্বনি “জয় শ্রীরাম” বন্ধের এই আবেদন খারিজ করে দিয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই আবেদন খারিজ করে দেয়। 

রাজনৈতিক প্রচারে “জয় শ্রীরাম” ধ্বনিতে আপত্তি জানিয়ে তা বন্ধের জন্য একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিল মনোহরলাল শর্মা। মঙ্গলবার দিন সেই মামলার শুনানি হয়। আইনজীবী মনোহরলাল শর্মা দাবী করেছিল যে “জয় শ্রীরাম” এর মতো ধর্মীয় শ্লোগান নির্বাচনের পরিবেশকে প্রভাবিত করে৷ এই স্লোগান ব্যবহারকারীদের বিরুদ্ধে যেন ফৌজদারি মামলা দায়ের করার নির্দেশ দেওয়ার আবেদন জানায় এই আইনজীবী। 

সুপ্রিম কোর্ট এই আইনজীবীকে কলকাতা হাইকোর্টে আবেদন করার সুযোগ প্রদান করে। কারণ “জয় শ্রীরাম” শ্লোগানের এই বিষয়টিকে সর্বোচ্চ নির্বাচনী পিটিশন হিসেবে তা নিয়ে হাইকোর্টে যাওয়া যায়। কিন্তু মামলাকারী আইনজীবী তাতে অসম্মত হওয়ায় মামলাটি খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ। তবে এই মামলাটি নিয়ে ক্ষুব্ধ হয়েছে দেশের হিন্দু সমাজ। কারণ রাজনৈতিক ময়দানে অন্যান্য ধর্মের ধর্মীয় শ্লোগানও ব্যবহৃত হয়। কিন্তু শুধুমাত্র “জয় শ্রীরাম” শ্লোগানেই এতো আপত্তি থাকায় ক্ষুব্ধ নেটিজেনরা। অনেকে এমনও অভিযোগ করেছেন যে, ধীরে ধীরে হিন্দু সম্প্রদায়কে একপ্রকার দেশের দ্বিতীয় শ্রেণীর বানিয়ে দেওয়ার পাঁয়তারা চলছে।