৮-১০টা সিটের জন্য কংগ্রেস নয়, বামেরা আব্বাসের হাত ধরেছে, দাবি কংগ্রেস সাংসদের

0
694

বঙ্গদেশ ডেস্ক: “আমরা আব্বাস সিদ্দিকীর হাত ধরিনি, কংগ্রেস আব্বাস সিদ্দিকির হাত ধরেনি। সিপিএম ধরেছে, লেফট ফ্রন্ট ধরেছে। আমার মনে হয়, ওদের মনে হয়েছে ওরা একটাও সিট পাবে না, আব্বাস সিদ্দিকী যদি কিছু জোগাড় করে দেয়, সেই কারণে তারা আব্বাসের হাত ধরেছে।” বাম-কংগ্রেস-আইএসএফ জোট নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেনন মালদহ জেলা কংগ্রেস সভাপতি তথা দক্ষিণ মালদহের সাংসদ আবু হাসেম খান চৌধুরী।

তাঁর দাবি, আমরা বামেদের সঙ্গে আগেই জোট করেছিলাম। কিন্তু পরে ওরা সিদ্দিকীর সঙ্গে জোট করেছে। আমরা পছন্দ করিনি, আমরা সেটা স্পষ্ট বলেছি। ওদের মনে ভয় ঢুকেছে ওরা হয়তো খুব খারাপ রেজাল্ট করতে পারে, তাই আব্বাসের হাত ধরে ৮-১০টা আসন ধর্মের নামে কর্মের নামে, যা জোটে এই আর কি! যারা ধর্মের কার্ড খেলে, আমরা তাদের একটুও পছন্দ করি না। তবে টিএমসিকে অপছন্দের অন্য কারণ আছে। তারা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছিল তাই অপছন্দ করি।

কংগ্রেস সাংসদের কথায়, টিএমসি কমিউনাল নয়। ভোট পরবর্তী সময়ে পরিস্থিতি বুঝে সরকার গঠনে তৃণমূলকে সাহায্য করতে রাজি মালদার বর্ষীয়ান এই কংগ্রেস নেতা। এদিকে এদিন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র দাবি করেছেন, আসন্ন বিধানসভা নির্বাচনের ফলাফল পরবর্তী পরিস্থিতিতে যদি ত্রিশঙ্কু হয়, তবে বিজেপি এবং তৃণমূল জোট বাঁধতে পারে। তখন দেখবেন বিজেপি ও তৃণমূলের জোট সরকার গঠন করছে। সেটা বাংলার পক্ষে আরও বিপজ্জনক।

উত্তর ২৪ পরগনার বারাসাত জেলা সিপিএম কার্যালয়ে সিপিএমের নির্বাচনী বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সূর্যবাবু। তিনি বলেন, আমরা বামেরা কখনই চাই না যে অশুভ জোট হোক। সেই জোট যেন কোনওভাবেই সফল না হয়, সেজন্যই বামেদের নির্বাচনে দাঁতে দাঁত চেপে লড়াই। আমরা মানুষকে বারবার বলছি আমাদের সংযুক্ত মোর্চাকে ভোট দিন, যারা কোনও অবস্থাতেই সাম্প্রদায়িক বিজেপির সঙ্গে জোট বাঁধবে না। সূর্যবাবু এদিন আশাপ্রকাশ করেন, সংযুক্ত মোর্চার ফলাফল এবারে নির্বাচনে উল্লেখযোগ্য ভাবে ভালো হবে।