যোগী সরকারের জনমুখী পদক্ষেপ, রাতারাতি রাস্তার ধার থেকে সরল প্রাচীন মাজার

0
1017

বঙ্গদেশ ডেস্ক:- মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপি সরকার উত্তর প্রদেশের রাস্তাঘাট দখল করে তৈরি ধর্মীয় স্থানগুলি সরানোর ক্ষেত্রে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে। আর সেই তালিকায় বারাবাঙ্কির ফতেহপুর কসবার প্রধান সড়ক ও মুন্সিগঞ্জ বাজারে রাস্তার মধ্যে থাকা প্রাচীন একটি মাজারকে অন্যত্র স্থানান্তরিত করেছে। প্রশাসন গত শনিবার রাতে এই পদক্ষেপ গ্রহণ করেছে।

মাজারটি সরানোর আগে স্থানীয় মানুষদের সঙ্গে অবশ্যই কথা বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আশ্বস্ত করা হয় যে, স্থানীয়দের সুবিধার্থে মাজারটি অন্য জায়গায় বসিয়ে দেওয়া হবে। মাজারটি সরানোর প্রক্রিয়া রাতে করা হয়েছে। মাজারটি স্থানান্তরিত করার আগে SDM এবং সরকারি আমলারা স্থানীয়দের নিয়ে দীর্ঘক্ষণ বৈঠক করেন।

বৈঠকের পর স্থানীয়রা জানান, এলাকার উন্নয়নে মাজার সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ায় কোনও সমস্যা নেই। তবে শুধু মাজারই না, রাস্তা সম্প্রসারণের জন্য সেখানে একটি ৮০ বছরের পুরোনো গাছও কেটে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, দিন কয়েক আগেই উত্তর প্রদেশের যোগী সরকার রাজ্যের রাস্তার পাশে থাকা ধার্মিকস্থান গুলোকে সরিয়ে উন্নয়নের জন্য রাস্তা সম্প্রসারণ করার নির্দেশ জারি করেছে। আর সেই কারণেই উত্তর প্রদেশের বিভিন্ন এলাকায় রাস্তার পাশ থেকে এখন ধার্মিক স্থান গুলোকে সরানো হচ্ছে।