প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভর হচ্ছে ভারত, আমদানি কমল ৩৩ শতাংশ

0
695

বঙ্গদেশ ডেস্ক – স্টকহোম আন্তর্জাতিক পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) এর সর্বশেষ ‘ইন্টারন্যাশনাল আর্মস ট্রান্সফারস ট্রেন্ডস’ এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ থেকে ১৫ এবং ২০১৬ থেকে ২০২০ সময়কালের মধ্যে বিদেশ থেকে ভারতের অস্ত্র আমদানি ৩৩ শতাংশেরও বেশি হ্রাস পেয়েছে। ভারতের মার্কিন মুলুক থেকে অস্ত্র আমদানিও ৪৩ শতাংশ হ্রাস পেয়েছে। একই সঙ্গে রাশিয়া থেকে ভারতের অস্ত্র আমদানি ৫৩ শতাংশ কমেছে।

আবার গোটা বিশ্বে রাশিয়ার অস্ত্র রফতানি ২২ শতাংশ কমেছে বলে স্বরাজ্যের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এইক্ষেত্রে মোট হ্রাসের ৯০% কারণ হিসেবে ভারত থেকে রফতানি কমাকে দায়ী করা হয়েছে। আরও জানা যাচ্ছে যে, ভারত অস্ত্র আমদানির ক্ষেত্রে অন্যান্য দেশের উপরে নির্ভরতা অনেকটাই কমিয়েছে।

এই রিপোর্টে আরও বলা হয়েছে, “ফ্রান্সের কাছ থেকে ভারতের অস্ত্র আমদানি ৭০৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং ইস্রায়েলের থেকে অস্ত্র কেনা ৮২ শতাংশ বেড়েছে”।

এসআইপিআরআই-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে বিশ্বব্যাপী অস্ত্র রফতানিতে ভারতের অংশীদারিত্ব ছিল ০.২ শতাংশ।

২০১১ থেকে ১৫ সালের তুলনায় ভারতের রফতানি শেয়ার ২২৮ শতাংশ বেড়ে ০.২ শতাংশে পৌঁছেছে, যা আগে ছিল ০.১ শতাংশ। এটি ভারতকে গোটা বিশ্বে অস্ত্রের ২৪ তম রফতানিকারক দেশ হিসাবে প্রতিষ্ঠিত করেছে। মায়ানমার, শ্রীলঙ্কা এবং মরিশাসে ভারতের বেশিরভাগ অস্ত্র রফতানি হয়েছে। গত পাঁচ বছরে নরেন্দ্র মোদী সরকার, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীতে মেক-ইন-ইন্ডিয়া প্রকল্পে তৈরি অস্ত্র ব্যবহারে বিশেষভাবে উদ্যোগী হয়েছে। আশা করা যাচ্ছে ভবিষ্যতে ভারতের বৈদেশিক অস্ত্রের উপরে নির্ভরতা কমবে এবং একইসঙ্গে রফতানি বাড়বে।