সময়ের অনেক আগেই করোনাভাইরাসের ভ্যাকসিন পাওয়া যেতে পারে : হু

0
448

বঙ্গদেশ ডেস্ক : ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আগেই জানিয়েছিলো বর্তমান বছরের মধ্যে করোনাভাইরাসের ভ্যাকসিন পাবার আশা নেই বললেই চলে।পরের বছরের শুরুর দিকে করোনাভাইরাসের প্রতিষেধক তৈরি হতে পারে বলে জানিয়েছিলো হু।

গতকাল এক বার্তায় হু এর প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন জানিয়েছে ব্রিটেনের অ্যাস্ট্রাজেনকা ও আমেরিকার মোডার্না ভ্যাকসিন তৈরিতে অনেক এগিয়ে রয়েছে। এর মধ্যে অ্যাস্ট্রাজেনকার ভ্যাকসিন অত্যন্ত দ্রুত সফলতার দিকে এগোচ্ছে।

অ্যাস্ট্রাজেনকা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জোটবেঁধে এ জেড ডি ১২২২ (আগে নাম ছিলো চ্যাডক্স ১ এন কোভিড-১৯) ভ্যাকসিন তৈরি করছে। এই প্রতিষেধকটি ১০ হাজার স্বেচ্ছাসেবকের ওপর ব্যবহার করা হয়েছে।এর পরবর্তী ক্ষেত্রে কয়েকটি দেশে লক্ষাধিক মানুষের ওপর ব্যবহার করার কথা ভাবা হচ্ছে।

প্রধান বিজ্ঞানী সৌম্যা জানিয়েছেন আগামী বছরের শেষে আমরা আশা করছি ২০০ কোটি ভ্যাকসিন ডোজ বানিয়ে ফেলতে পারব। এগুলি মোটামুটিভাবে এক বছর ভাইরাসের হাত থেকে নিরাপত্তা দিতে পারবে।

হু প্রধান টেড্রোস জানিয়েছেন রাজনৈতিক সদিচ্ছা,মানবিকতা সর্বোপরি হাতে হাত লাগিয়ে এগিয়ে গেলেই প্রতিষেধক সফলভাবে সবার কাছে পৌঁছাবে নচেত প্রতিষেধক তৈরি করেও কোন লাভ হবে না। পৃথিবীর এক বড় অংশের মানুষ প্রতিষেধক বিহীন ই রয়ে যাবেন।

তিনি আরো বলেছেন প্রাথমিকভাবে প্রতিষেধক তাদের ই দেওয়া উচিত সমাজের যে অংশ বেশি পরিমানে আক্রান্ত হচ্ছে।