এশিয়া চ্যাম্পিয়ানশিপ প্রতিযোগিতায় বাজিমাত বাঙ্গালী বক্সার দীপান্বেষ ও সর্বার, ঝুলিতে সোনা

0
387

বঙ্গদেশ ডেস্ক:মাত্র কয়েক মাস প্রশিক্ষণেই সাফল্য লাভ বর্ধমান শহরে তেজগঞ্জ মোহনবাগের দ্বীপান্বেষ দাসের। হঠাৎ করে একদিন দ্বীপান্বেষের চোখে পড়ে সাবাত কিক বক্সিং এর বিজ্ঞপ্তি। মনের প্রবল ইচ্ছা আর বাবা, মা ও আত্মীয়দের উৎসাহ দানের পর দ্বীপান্বেষ শুরু করে কিক বক্সিংয়ের প‍্র্যাক্টিস। বাঙ্গালা থেকে আরও সাত জনের সঙ্গে দিল্লি পাড়ি দেয় ন‍্যাশানাল খেলতে। দিল্লির কারোলবাগে আঠারোটি রাজ‍্যের মোট ৪০০ জন বস্কার ওই ন‍্যাশানাল বক্সিং প্রতিযোগিতা অংশগ্রহণ করেন৷ দ্বীপান্বেষ অনুর্ধ্ব ৭০ ক‍্যাটাগরির সিনিয়ার ডিভিশনে পঁয়ষট্টি থেকে সত্তর কেজিতে প্রতিদ্বন্দ্বিতা করে। সেখানেই সে উত্তরপ্রদেশের বক্সারকে হারিয়ে সোনা ছিনিয়ে আনে। এছাড়া বর্ধমানের সর্বা আইচ আন্ডার ১৫ ক্যাটেগরিতে ৫৬ কেজি স্বর্ণ পদক লাভ করেছে।

অবশ্য ছোটবেলা থেকেই খেলাধুলা করতো দ্বীপান্বেষ। তার মা বাবাও খেলাধুলার সঙ্গে যুক্ত। স্কুলের পাশাপাশি জেলার হয়েও অ্যাথলেটিক্সে মেডেল পেয়েছে সে বহুবার। কিন্তু করোনার জন্য থমকে গিয়েছিল সমস্ত খেলাধুলা। এমনকি প্র্যাকটিসও বন্ধ হয়ে গিয়েছিল প্রায়। তবে করোনা মহামারির পরিস্থিতি স্বাভাবিক হতেই তার নজরে এসেছে সাবাত কিক বক্সিং -র পোস্টার।

এরপরই দ্বীপান্বেষ পুরোদমে শুরু করে প্র্যাক্টিস। মাত্র তিন মাসের প্র্যাকটিসেই স্টেট লেভেল পাস করে সে। এরপর তার নাম পাঠানো হয় ন্যাশনাল লেভেলে। সেখানেই দ্বীপান্বেষ অনুর্ধ্ব ৭০ কেজি ক্যাটাগরি সিনিয়ার ডিভিশনে ৬৫ থেকে ৭০ কেজিতে প্রতিদ্বন্দ্বিতা করে উত্তরপ্রদেশের বক্সারকে হারিয়ে সোনা জয় জিতে নিয়েছে।

এই জয়ের ফলে দ্বীপান্বেষ ২০২৩ সালে ভারতের পক্ষে এশিয়ান চ‍্যাম্পিয়ানশিপে খেলতে যেতে পারবেন উজবেকিস্তানে। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে দ্বীপান্বেষ। সেজন্য সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। দ্বীপান্বেষের এই সাফল‍্যে ভীষণ খুশি গোটা পরিবার সহ শহরবাসী।

সাবাত অ্যাশোশিয়ানের রাজ্য সম্পাদক বনিস চক্রবর্তী জানিয়েছেন, পশ্চিমবঙ্গ থেকে মোট আটজন প্রতিযোগী ৫টি স্বর্ণ পদক, ৩টি রূপোর পদক আর ২ টি ব্রোঞ্জ পদক লাভ করেছেন। অফিসিয়াল হিসেবে পশ্চিমবঙ্গ থেকে ছিলেন রণজিৎ মণ্ডল এবং জাতীয় রেফারি হিসেবে ছিলেন দেবজ্যোতি মুখার্জি। পশ্চিমবঙ্গ থেকে স্বর্ণপদক বিজয়ীরা হলেন সর্বা আইচ, দীপান্বেষ দাস,বিক্রম হালদার, শ্রীতাংশু বিশ্বাস, অভিষেক বিশ্বাস। রৌপ্য পদক বিজয়ীরা অপূর্ব সাহা, রাধাকান্ত বোস, অংশুমান সাহা। ব্রোঞ্জ পদক বিজয়ীরা হলেন বিক্রম হালদার ও রাধাকান্ত বোস।