শান্তিনিকেতনে অশান্তিতে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে দায়ের এফআইআর

0
411

বঙ্গদেশ ডেস্ক: পাঁচিল দিয়ে পৌষমেলার মাঠকে ঘিরে দেওয়া নিয়ে ধুন্ধুমার রবিঠাকুরের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এই ঘটনা নিয়ে বিগত কয়েকদিন ধরেই পড়ুয়া, স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছিল। গতকাল সেই ক্ষোভের বহিপ্রকাশ ঘটে।

মিছিল করে জেসিবি নিয়ে এসে ভেঙে দেওয়া হয় পাঁচিল, অস্থায়ী ক্যাম্প। মিছিলে প্রথম থেকেই উপস্থিত ছিলেন শাসকদলের দুবরাজপুরের বিধায়ক৷ এদিন সেই তৃণমূল বিধায়ক নরেশ বাউরির বিরুদ্ধেই দায়ের হয়েছে এফআইআর। এর পাশাপাশি আরো কয়েকজন তৃণমূল নেতার নামও রয়েছে এফআইআরে৷

পাঁচিল দিয়ে ক্যাম্পাস ঘিরে ফেলা নিয়ে স্থানীয়দের ক্ষোভে প্রথমদিকে তেমন গুরুত্ব দেননি বিশ্বভারতীর উপাচার্য। স্থানীয়দের দাবি মেনে তাদের সঙ্গে আলোচনায় না বসে চালিয়ে গিয়েছেন পৌষমেলার মাঠের চারপাশে পাঁচিল দেওয়ার কাজ। ফলে কয়েকদিন ধরেই জনগণের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছিল বলে জানা গিয়েছে৷

তবে সোমবার দিন বিশ্বভারতী কতৃপক্ষের তরফে কোনো অভিযোগ দায়ের করা হয়নি৷ পুলিশ নিজেই উদ্যোগ নিয়ে মামলা করে এবং আটজনকে গ্রেফতার করে।

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের সঙ্গে উপাচার্য বৈঠকে বসেন এবং পরবর্তী পদক্ষেপ ঠিক করেন। এরপরেই শান্তিনিকেতন থানায় নির্দিষ্টভাবে নরেশ বাউরির নাম উল্লেখ করে আরো কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ জানায় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। সেই অভিযোগের ভিত্তিতেই নরেশ বাউরি, স্থানীয় তৃণমূক নেতা গগন সরকার সহ ন-জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ৷