এবছরের IPL এর টাইটেল স্পনসর স্বদেশি সংস্থা Dream11

0
392

বঙ্গদেশ ডেস্ক: কার্যত বাধ্য হয়েই ভারতীয় ক্রিকেট বোর্ড IPL এর নতুন টাইটেল স্পনসর খুঁজতে শুরু করেছিল। গোটা দেশ চেয়েছিল যেন স্বদেশি কোনও সংস্থা আইপিএলের টাইটেল স্পনসর হওয়ার লড়াইতে জেতে। অবশেষে হলও তাই, টাইটেল স্পনসর হওয়ার দৌড়ে বাজিমাত করল ফ্যান্টাসি ক্রিকেট অ্যাপ ড্রিম-১১। এবছর ২২২ কোটি টাকার বিনিময়ে এই স্পনসরশিপ লাভ করল তারা৷

প্রসঙ্গত, পূর্ব লাদাখে গালওয়ান উপত্যকায় ভারত-চিন সংঘর্ষের পর থেকেই বেজিং-কে হাতে মারার পাশাপাশি ভাতে মারতেও শুরু করেছিল ভারত। সারা দেশ জুড়ে তৈরি হয়েছিল চীন বিরোধী ভাবাবেগ। আর তার জেরেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের টাইটেল স্পনসরশিপ থেকে সরে যায় চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা ‘VIVO’।

VIVO নিজেদের নাম সরিয়ে নেওয়ার পরে অনেকগুলি সংস্থার নাম উঠে আসছিল টাইটেল স্পনসর হওয়ার দৌড়ে। বাবা রামদেবের ‘পতঞ্জলি’, মুকেশ আম্বানির ‘রিলায়েন্স জিও’, বাইজু, আন-একাডেমির মত অ্যাপও ছিল টাইটেল স্পনসর হওয়ার দৌড়ে। তবে শেষ হাসি হাসল ‘ড্রিম-১১’।