শেষপর্যন্ত যাত্রার মঞ্চে ‘দিদিকে বলো’, ‘বাংলার গর্ব মমতা’

0
708

বঙ্গদেশ ডেস্ক: দিদিকে বলো৷ বাংলার গর্ব মমতা৷ বেশ কয়েক মাস ধরেই ডিজিটাল মাধ্যমে এই ক্যাম্পেন চালাচ্ছে তৃণমূল কংগ্রেস৷ যে প্রচার পরিকল্পনার পুরোটাই টিম পিকের মস্তিষ্ক প্রসূত বলে খবর৷ কিন্তু এবার দিদিকে বলো ও বাংলার গর্ব মমতা, এই প্রচার পরিকল্পনাকে একেবারে যাত্রার মঞ্চে এনে ফেলল তৃণমূল কংগ্রেস৷

সৌজন্যে দলের ডায়মন্ড হারবার দুই নম্বর ব্লকের নেতৃত্ব৷ আপাতত গত ১৫ অগস্ট, স্বাধীনতা দিবসে মঞ্চস্থ হয়েছে ‘দিদিকে বলো’ যাত্রাপালা৷ আগামী বিধানসভা ভোট পর্যন্ত বিভিন্ন জায়গায় এই যাত্রাপালা হবে৷

তৃণমূলের স্থানীয় নেতৃত্বের তরফে জানা গিয়েছে যে, ডায়মন্ড হারবার মহকুমা ও দক্ষিণ ২৪ পরগনা জেলাজুড়ে সরকারি তরফে উন্নয়নের যে কাজ হয়েছে, সেই বিষয়গুলিই তুলে ধরা হবে৷ একইসঙ্গে পশ্চিমবঙ্গের অন্য জেলাগুলিতেও যে ধরনের উন্নয়নমূলক কাজ করা হয়েছে, তাও তুলে ধরা হবে৷ পাশাপাশি বিরোধীদের বিরুদ্ধে নানা অভিযোগের বিষয়ও থাকবে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতারা৷

আপাতত ‘দিদি কে বলো’ শুরু হলেও, পরে ‘বাংলার গর্ব মমতা’ নিয়েও যাত্রাপালা হবে বলে খবর৷ যদিও এ নিয়ে বিরোধীরা কটাক্ষ করতে ছাড়ছেন না৷ তাঁদের বক্তব্য, ওই দু’টি প্রচার পরিকল্পনার নামই যাত্রা পালার মতো৷ তাছাড়া মানুষের কোনও কাজে আসত না৷ কার্যত প্রহসনে পরিণত হয়েছিল৷ তাই যাত্রার মঞ্চে উঠে এর নাম সার্থক হল৷