হিন্দু আমার কর্মযোগ

0
956

 

শেখর ভারতীয়

পথও মোদের রথও মোদের, বুদ্ধ মোদের, যুদ্ধটাও
পাতলে ঝুলি হৃদয় আছে, বিরুদ্ধতায় খড়্গটাও

পারলে তোলো ঘৃণার দেওয়াল, পিঠছুরি আর মিথ্যে-যোগ। মোরাই অসুখ, মোরাই পথ্য, মোদের হাতেই সারবে রোগ।।

আগুন মোরা, ফাগুন মোরা, আয়না কোথায়? দাঁড়ালে কই? গোধূলি রঙ গেরুয়া করে উঠছে দেখো সূর্য ওই।

হিন্দু মানে ধর্ম শুধু? কে বলেছে ধর্ম-রোগ?
হিন্দু আমার মর্মে বাঁচে, হিন্দু আমার কর্মযোগ।

বিলের থেকে বিবেক হওয়া, আসান পুজো! সহজ ভোগ? পাহাড় ছুঁয়েও ‘জমিন, হওয়া, হিন্দু মানেই মুক্তিযোগ।।