মুসলিম নাবালিকাকে পরিবারের অমতে বিয়ে হিন্দু যুবকের, ইসলামিক আইন টেনে স্বীকৃতি হাইকোর্টের

0
613

বঙ্গদেশ ডেস্ক : পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্ট সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ রায়দান করেছে।একটি হিন্দু ছেলে ১৭ বছর বয়সী এক মেয়েকে বিয়ে করে এবং মুসলিম মেয়েটির সুরক্ষার আবেদন জানিয়ে কোর্টে জানায়, মেয়েটি যৌন ক্ষমতা অর্জন করেছে। আদালত জানিয়েছে, মেয়েটি বয়ঃসন্ধি পেরিয়েছে তাই তার পছন্দের সঙ্গীকে বিয়ে করার সিদ্ধান্ত সে নিজেই নিতে স্বক্ষম। নবদম্পতিকে সম্পূর্ণ নিরাপত্তা দিতে মালেরকোটলার এসএসপিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

পিটিশন দাখিল করে নবদম্পতি হাইকোর্টে জানিয়েছে, মেয়ের বয়স ১৭ বছর এবং ছেলের বয়স ৩৩ বছর। দুজনেই পরিবারের সদস্যদের অমতে বিয়ে করায় তাদের জীবন আশঙ্কাগ্রস্ত। আবেদনকারীরা কোর্টে বলেছে যে, মুসলিম ধর্মীয় আইন অনুযায়ী ছেলে এবং মেয়ে উভয়ই যৌন ক্ষমতা অর্জনের পরে বিবাহের যোগ্য বলে বিবেচিত হয়েছে। তাই কোর্টের তাদের সুরক্ষা দেওয়া উচিত।

হাইকোর্টে আবেদনের শুনানির সময় স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে, যে ইসলামিক আইন অনুসারে, ১৫ বছর বয়সী একটি মেয়ে যৌন ক্ষমতা অর্জন করে এবং বিবাহের যোগ্য বলে বিবেচিত হয়। এই কেসের ক্ষেত্রে মেয়েটির বয়স ১৭ বছর। মেয়েটি পরিবারের সদস্যদের অমতে বিয়ে করেছে, শুধুমাত্র এই কারণে তাকে কোনোভাবেই সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। আবেদন স্বীকার করে নিয়ে হাইকোর্ট মালেরকোটলার এসএসপিকে নবদম্পতির পূর্ণাঙ্গ নিরাপত্তা বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে।