পাকিস্তানে অব্যাহত হিন্দু নিধন, এবার হামলা রাওয়ালপিন্ডির ঐতিহ্যবাহী মন্দিরে

0
979

বঙ্গদেশ ডেস্ক – অজ্ঞাত পরিচয় হামলাকারীরা রাওয়ালপিন্ডির পুরানা কিলা এলাকায় অবস্থিত, ৭৪ বছরের পুরানো একটি হিন্দু মন্দিরে হামলা চালায় এবং লুঠপাঠ করে। স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোরে এই হামলার বিরুদ্ধে ‘বানি গালা’ পুলিশ স্টেশনে একটি মামলা দায়ের করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে যে মন্দিরটির পুনর্নির্মাণ করা হচ্ছিল এবং গত এক মাস ধরেই নির্মাণ ও মেরামতের কাজ চলছে। স্বরাজ্যের রিপোর্টে আরও উল্লেখ করা হয় যে মন্দির পুনরুদ্ধার প্রক্রিয়া চলায় মন্দিরে কোনও ধর্মীয় অনুষ্ঠান হচ্ছিল না, মন্দির প্রাঙ্গণে কোনও প্রতিমাও ছিল না।

“দশ থেকে বারো জন লোক এসে মন্দিরের বাইরের দিকের দরজা এবং সিঁড়িতে ভাঙচুর চালিয়েছিল, যা নির্মাণকাজকে প্রভাবিত করবে” বলে সৈয়দ রাজা আব্বাস, রাওয়ালপিন্ডি উত্তর জোনের ‘ইভ্যাকু ট্রাস্ট সম্পদ’ -এর সহকারী সুরক্ষা অধিকর্তা জানিয়েছেন।

মন্দিরটির প্রশাসকের দায়িত্বে থাকা ওম প্রকাশ আরও বলেছেন, এই ঘটনার পরে তাঁর বাড়ির পার্শ্ববর্তী মন্দিরেও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে।

হিন্দু মন্দিরে হামলা এটিই প্রথম নয়, অতীতেও দুর্বৃত্তরা দেশের বিভিন্ন অঞ্চলে বহুবার আক্রমণ করেছে। অধিকাংশ ক্ষেত্রেই তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে অক্ষম হয়েছে ইমরান খান প্রশাসন। এর ফলে স্থানীয় হিন্দুদের মধ্যে ভয় এবং অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে।

পাকিস্তানের হিন্দু সম্প্রদায় সরকারকে তাদের ধর্মীয় স্থানগুলির সুরক্ষা নিশ্চিত করার এবং ধর্মীয় অনুষ্ঠান পালনে সহায়তা করার জন্য আহ্বান জানিয়েছে।