বিজেপি-আরএসএস মুসিলমদের শত্রু, দাবি বাংলার ইমামদের

0
761

বঙ্গদেশ ডেস্ক: রাম মন্দির নির্মাণের শিলান্যাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন৷ এই ঘটনার পরই বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উগড়ে দিল পশ্চিমবঙ্গের ইমামদের সংগঠন৷ বেঙ্গল ইমামস অ্যাসোসিয়েশন নামে ওই সংগঠনের লেটারহেডে গত শুক্রবার একটি প্রেস বিবৃতি প্রকাশ করা হয়েছে৷

সেখানে উল্লেখ করা হয়েছে যে বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলনের জন্য প্রস্তুত৷ তাদের অভিযোগ, রাম মন্দিরের ভূমি পুজোয় অংশ নিয়ে প্রধানমন্ত্রী সংবিধান ভেঙেছেন৷ পাশাপাশি আরএসএস ও বিজেপিকে মুসলিম বিরোধী আখ্যা দেওয়া হয়েছে৷ তারা মুসলিমদের দমননীতি প্রয়োগ করছে বলেও অভিযোগ করা হয়েছে৷

মার্চের শেষে যখন দেশজুড়ে করোনার প্রকোপ বাড়তে শুরু করেছে, তখন দিল্লির নিজামুদ্দিনে নিয়ম ভেঙে জমায়েতের অভিযোগ উঠেছিল৷ সেখান থেকে অনেককে কোয়ারিন্টিন করা হয়৷ মহামারী আইন ভাঙার দায়ে অনেকের বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়৷

এই ঘটনাকে যদিও বিজেপির চক্রান্ত বলে অভিযোগ করা হয়েছে ইমামদের তরফে৷ সেই কারণে তাঁদের মতে, বিজেপি ও আরএসএস মুসলিমদের প্রধান শত্রু৷ তাই বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে তাঁরা আন্দোলনে প্রস্তুত৷