ইসলামিক বাংলাদেশে এক রাতের মধ্যে দুটি মন্দিরে জিহাদী হামলা, মা কালীর প্রতিমা ভাঙচুর 

0
628

বঙ্গদেশ ডেস্ক: ইসলামিক রাষ্ট্র বাংলাদেশে আবারও ঘটে গেলো সংখ্যালঘু হিন্দু নির্যাতনের ঘটনা। ইসলামিক বাংলাদেশের দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ৭ নং আউলিয়া পুকুর ইউনিয়নের শ্রী শ্রী মা চিবুকা দেবী সার্বজনীন কালী মন্দির ও বৈদেশির হাট কালী মায়ের মন্দিরে এক রাতের মধ্যে একযোগে হামলা করে সংঘবদ্ধ জিহাদী বাহিনী। গত ৩০ শে জানুয়ারী রাতে একযোগে হামলা করে এই দুটি মন্দিরে ধ্বংস যজ্ঞ চালায় জিহাদী বাহিনী। 

সকালবেলা স্থানীয় হিন্দুরা মন্দির দুটির অবস্থা দেখতে পেয়ে মন্দির কমিটিকে খবর দেয়। স্থানীয় হিন্দুরা মন্দির কমিটি সহ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং মন্দির দুটির শোচনীয় অবস্থা প্রত্যক্ষ করে। জিহাদীরা দুটি মন্দিরেরই মা কালীর প্রতিমা ভাঙচুর করে গুঁড়িয়ে দিয়েছে। সেই সাথে মন্দির দুটির মণ্ডপের ঘরগুলোও ভেঙে দিয়েছে জিহাদীরা। 

মন্দির কমিটির কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তারা জানান যে এই পরিস্থিতিতে তারা ভীতিকর অবিস্থায় দিন যাপন করছেন। স্থানীয় হিন্দুরা আতঙ্কের মাঝে বাস করছে। কারণ বাস্তবে দেখা গিয়েছে যে ইসলামিক বাংলাদেশে প্রতিটি সংখ্যালঘু হিন্দু নির্যাতনের ঘটনার প্রথম ধাপ হলো হিন্দু মন্দিরে হামলা। হিন্দু মন্দিরে হামলাকে জিহাদীরা সাবধান বাণীর মতোই ব্যবহার করে। তাই ইসলামিক বাংলাদেশের যে কোন স্থানেই মন্দির ভাঙচুর হলে স্বাভাবিকভাবেই সেই স্থানের স্থানীয় হিন্দুদের মধ্যে ভীতি ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন যে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে এই আশ্বাস আদৌ বাস্তবায়ন হবে কি না তা ইসলামিক বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু নির্যাতনের পরিসংখ্যান দেখলেই স্পষ্ট হয়ে যায়।