ইসলামিক বাংলাদেশে ৪০০ বছরের প্রাচীণ কৃতি কার্যের গাছ কেটে দিয়েছে জিহাদীরা 

0
813

বঙ্গদেশ ডেস্ক:ইসলামিক রাষ্ট্র বাংলাদেশে আরও একটি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপাসনার স্থানের পর হামলার ঘটনা সামনে এসেছে৷ ইসলামিক বাংলাদেশের সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের ভৈরব থলীর একটি ৪০০ বছরের সুপ্রাচীণ গাছকে ঘিরে কৃতি কার্য পূজা পার্বণের স্থান হিসেবে ব্যবহার করে আসছে স্থানীয় হিন্দু সম্প্রদায়। এবার সেই পবিত্র গাছের ওপরেই জিহাদী আক্রমণ করা হলো।

সম্প্রতি স্থানীয় এক জিহাদী জালাল খানের রোষের শিকার হলো স্থানীয় হিন্দু সম্প্রদায়ের উপাস্য এই সুপ্রাচীণ গাছটি৷ জিহাদী জালাল খানের বাড়িতে গাছটির কারণে সমস্যা হচ্ছে, এমন অভিযোগ এনে সম্প্রতি গাছটির একাংশ কেটে দিয়েছে। এই কাণ্ডের প্রতিবাদ করতে আসায় স্থানীয় হিন্দুদেরকে বিভিন্ন রকম হুমকিও প্রদান করে জিহাদী জালাল খান। এমনকি বেশ কয়েকজন হিন্দুকে শারীরিক ভাবে হেনস্থাও করে জিহাদী জালাল। 

স্থানীয়ভাবে জিহাদী জালাল বেশ প্রভাবশালী হওয়ায় ভয়ে কোন হিন্দুই ব্যাপারটি নিয়ে প্রশাসনের কাছে যায়নি৷ শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে এই বিষয়ে যোগাযোগ করা হলে তিনি জানান যে এই ধরণের কোন ঘটনা সম্পর্কে তিনি অবগত নন। স্থানীয় পুলিশ ঘটনাটি নিয়ে তদন্তের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষ অভিযোগ করার চেষ্টা করায় জিহাদী জালাল তাদেরকে হুমকি প্রদান করেছে। ফলে বর্তমানে, স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষ ভীতিকর পরিস্থিতিতে বাস করছে। এদিকে জিহাদী জালাল খানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোন উত্তর পাওয়া যায়নি।