ভারত সার্জিক্যাল স্ট্রাইকের প্রস্তুতি নিচ্ছে!? আশঙ্কায় শঙ্কিত পাকিস্তান

0
485
Pakistani Foreign Minister Shah Mehmood Qureshi addresses the United Nations Human Rights Council on September 10, 2019 in Geneva. (Photo by FABRICE COFFRINI / AFP)

বঙ্গদেশ ডেস্ক – সীমান্ত পেরিয়ে পুনরায় সার্জিক্যাল স্ট্রাইকের পরিকল্পনা করছে ভারত, আবু ধাবির একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ্ মেহমুদ কুরেশি। তথাকথিত কৃষক আন্দোলন এবং অন্যান্য সমস্যার কারণে বর্তমানে ভারতের ডামাডোল পরিস্থিতির জন্য মূলত আঙুল উঠেছে বিজেপি সরকারের দিকে। পাকিস্তানের বিদেশমন্ত্রীর দাবি, এইসব আভ্যন্তরীণ বিষয় থেকে সাধারণ মানুষের দৃষ্টি ঘোরাতেই আবার সীমান্ত পেরিয়ে পাকিস্তান আক্রমণের পরিকল্পনা করছে ভারত।

বর্তমানে সংযুক্ত আরব আমিরশাহীতে সফর করছেন শাহ্ মেহমুদ কুরেশি। সেখানে আমিরশাহীর নেতৃত্বে বিভিন্ন বিষয়ে বৈঠক করেন তিনি। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হলে, গোয়েন্দা সংস্থাগুলি থেকে পাওয়া রিপোর্ট অনুসারে ভারত প্রসঙ্গে তিনি জানান যে, পাকিস্তানের মাটিতে ভারত আবার সার্জিক্যাল স্ট্রাইকের পরিকল্পনা করছে এবং এই কাজে সঙ্গী দেশগুলির সঙ্গে গোপনে পরামর্শ করে বিষয়টির অনুমোদন নেওয়ার চেষ্টা চালাচ্ছে।

ভারত যে এরকম কিছু করতে পারে সে বিষয়ে কিছুদিন আগেও আশঙ্কা প্রকাশ করেন পাকিস্তানের বিদেশমন্ত্রী। তাঁর মতে, কোরোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যর্থতা ভারতের অর্থনৈতিক ক্ষেত্রে বিপুল প্রভাব ফেলেছে। ফলত সাধারণ নাগরিক ও বিরোধী দলের প্রতিবাদের সম্মুখীন হয়ে হুমকির পথ বেছে নিয়েছে দিল্লি।

অতএব আসল সমস্যা থেকে দৃষ্টি ঘোরাতে ভারতের ভিন্ন পথ বেছে নেওয়ার আশঙ্কা কোনো ভাবেই অগ্রাহ্য করার মতো নয়। তবে গোয়েন্দাদের মাধ্যমে এই সংবাদ পাওয়ার পরে ভারত-পাকিস্তান সীমান্তে বেশি সংখ্যক জওয়ান মোতায়েন করা হয়েছে, সঙ্গে বাড়ানো হয়েছে নজরদারি। উল্লেখযোগ্য যে কিছুদিন আগে ভারত একটি এয়ার সার্জিক্যাল স্ট্রাইক করে। সেই একই জায়গা থেকে আবার একটা ভিডিও ভাইরাল হয়েছে, যাতে দেখে যাচ্ছে এই ট্রেনিং ক্যম্পটি আবারও এক্টিভ করা হয়েছে।