জম্মুঃ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ধরপাকড় শুরু, ১৬৮ জন কাঠুয়ার জেলে

0
774

বঙ্গদেশ ডেস্ক – কাশ্মিরী পণ্ডিতদের হঠিয়ে ইতিমধ্যেই কাশ্মীরের ডেমোগ্রাফি বদলে দেওয়া হয়েছে সচেতনভাবে। তারপরে চেষ্টা চলছিল রোহিঙ্গাদের এনে জম্মুতে বসিয়ে দিয়ে ভারতের নাগরিকত্ব দেওয়ার। এর ফলে কাশ্মীরের মত জম্মুতেও জনসংখ্যার বিন্যাস বদলে তাকে একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশ বানিয়ে দেওয়া সম্ভব হবে। জম্মু ও কাশ্মীর (জেএন্ডকে) প্রশাসন ১৬৮ জন রোহিঙ্গাকে ‘বিদেশি অনুপ্রবেশের আইন’ অনুসারে কাঠুয়ার হিরানগর কারাগারে, জম্মুতে অবৈধভাবে বসবাস করার অপরাধে আটক রেখেছে।

শুক্রবার স্বরাষ্ট্র দফতরের একটি নোটিফিকেশন নজরে আসে। সেটি অনুযায়ী বিদেশি আইনের ৩ (২) ই ধারায় ২৫০ লোকের ধারণক্ষমতা আছে এমন একটি ‘হোল্ডিং সেন্টার’ স্থাপনের নির্দেশ দেওয়া হয়।

একজন প্রবীণ সরকারী আধিকারিক উল্লেখ করেছিলেন যে সংশ্লিষ্ট ১৬৮ অভিবাসীয় পাসপোর্ট আইনের ধারা (৩) অনুযায়ী, এদের কাছে বৈধ পাসপোর্ট ছিল না। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ তাকে উদ্ধৃত করে একটি রিপোর্টে জানিয়েছে, “সন্দেহজনক ব্যক্তিদের হোল্ডিং সেন্টারে পাঠানোর পরে নির্ধারিত প্রক্রিয়া অনুসারে তাদের জাতীয়তা যাচাই করা হবে।”

এরপরে, এই ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া শুরু হবে। শরণার্থীদের জম্মু থেকে বাসে করে কারাগারে আনা হয়েছিল। দেশে অবৈধভাবে অবস্থানরত রোহিঙ্গাদের আটক করার জন্য এক সপ্তাহ আগে এই জেল তৈরি করা হয়েছিল।

প্রসঙ্গত, এখানে আটক থাকা প্রত্যেক বন্দীকে এই প্রক্রিয়াটির আগে অন্য কারাগারে স্থানান্তরিত করা হয়েছিল। একজন প্রবীণ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন যে সংশ্লিষ্ট শরণার্থীরা নিজেদের নামে কোনও বৈধ দলিল ছাড়াই জম্মু ও কাশ্মীরে বসবাস করছেন।