দিল্লির জন্তর মন্তর চত্বরে ৬ সেপ্টেম্বর বিক্ষোভ অবস্থান বাঙ্গালী সংগঠনগুলোর

0
679

বঙ্গদেশ ডেস্ক:হাসিনার দিল্লি আগমন উপলক্ষ্যে দিল্লির বাঙ্গালী সংগঠন ও উদ্বাস্তু সংগঠনগুলো সংযুক্ত ভাবে একটি অবস্থান বিক্ষোভ করবে আগামী ৬ সেপ্টেম্বর দিল্লির জন্তর মন্তর চত্বরে। সংগঠন গুলোর দাবি, সংখ্যালঘু হলো হিন্দু সম্প্রদায়ের ওপর আঘাত নেমে আসে সংখ্যাগরিষ্ঠ মৌলবাদী সম্প্রদায়ের। দুর্গাপুজো এলেই হিন্দু মন্দিরের মূর্তি ভাঙা শুরু হয় বাংলাদেশে। এবং প্রতিক্ষেত্রে প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করে। কিন্তু বাংলাদেশের হিন্দুদের সুরক্ষা বিষয়ে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে তাই এই বিক্ষোভ করা হয়েছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফর নিয়ে এখন দুই দেশেরই রাজনৈতিক পারদ তুঙ্গে। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে হাসিনার বৈঠকের প্রতি এখন রয়েছে সকলের কৌতূহলী দৃষ্টি। তিস্তা ও গঙ্গা ইস্যুর পাশাপাশি ভারতের কাছে জ্বালানি ইস্যুতে সহায়তা চাইতে পারে বাংলাদেশ।

৫ সেপ্টেম্বর শেখ হাসিনার দিল্লি আসার কথা। ৬ সেপ্টেম্বর, মঙ্গলবার সফরের দ্বিতীয় দিন শেখ হাসিনার দিল্লিতে মূল ‘বিজনেস ডে’। সেদিন সকালে রাজঘাটে গান্ধী সমাধিস্থলে শ্রদ্ধা অর্পণ ও রাষ্ট্রপতি ভবনে গার্ড অফ অনারের মধ্য দিয়ে তাঁর আনুষ্ঠানিক অভ্যর্থনার শেষে শুরু হবে , এরপরে রয়েছে দ্বিপক্ষিক বৈঠকগুলি। বৃহস্পতিবার ৮ সেপ্টেম্বর নিজের দেশের উদ্দেশে রওনা দেবেন তিনি।