তেরঙ্গার অবমাননা! সিঙ্ঘু বর্ডারে বিক্ষোভ স্থানীয়দের, উঠল হাইওয়ে খালি করার দাবি

0
525

বঙ্গদেশ ডেস্ক:- প্রজাতন্ত্র দিবসের দিনে দিল্লীতে শান্তিপূর্ণ ট্রাক্টর মার্চের নামে হওয়া তাণ্ডবের প্রভাব এখন সাধারণ জনজীবনেও পড়েছে। দিল্লীর সিঙ্ঘু বর্ডারে বিগত দুই মাস ধরে চলা তথাকথিত কৃষক আন্দোলনের বিরুদ্ধে এবার পথে নামল দিশেহারা স্থানীয় বাসিন্দারা।

লাল কেল্লায় হওয়া তাণ্ডব চাক্ষুষ দর্শন করে স্থানীয়রা ক্ষুব্ধ। দিল্লীবাসী শীঘ্রই হাইওয়ে খালি করার দাবি জানিয়ে পথে নেমেছে। খালিস্তানপন্থী কৃষক আন্দোলনের বিরুদ্ধে সিঙ্ঘু বর্ডার এলাকার বাসিন্দারা জাতীয় পতাকা হাতে নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছে। স্থানীয়রা জানিয়েছে যে, লাল কেল্লায় জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে, এটা আমরা কোনোভাবেই সহ্য করব না। তাঁরা জানায় যে, আমরা এতদিন কৃষকদের আন্দোলনের নামে দেশদ্রোহী প্রহসন সহ্য করেছি, কিন্তু প্রজাতন্ত্র দিবসের দিনে যেটা ঘটেছে সেটা সহ্য করার মতো ঘটনা না।

যখন বাসিন্দাদের তরফে বিক্ষোভ দেখানো হয়, তখন কৃষকরাও পাল্টা স্লোগান দিতে শুরু করেছে। তারাও উল্টে জয় জওয়ান, জয় কিষাণ স্লোগান দিতে শুরু করে। একসময় দুই পক্ষ একে সামনা সামনি চলে আসে। গুণ্ডা কৃষকরা মারমুখী ভাবমূর্তি নিয়ে এগিয়ে আসতে শুরু করলে বাসিন্দারা শান্ত ভাবমূর্তি বজায় রেখে সেখান থেকে চলে যান।

গণতন্ত্র দিবসের দিনে ঘটে যাওয়া হিংসাত্মক ঘটনার পর সুরক্ষাব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। স্থানীয় গ্রামবাসীরা অবশ্য ভণ্ড অন্নদাতাদের প্রদর্শন স্থল থেকে দূরে থেকেই বিক্ষোভ প্রদর্শন করছিল।

লাল কেল্লায় গুণ্ডা কৃষকরা খালিস্তানি পতাকা তোলে। এই ঘটনার পর তাদের বিরুদ্ধে জাতীয় পতাকাকে অপমান করার অভিযোগ ওঠে। দিল্লী পুলিশ লাল কেল্লায় ঘটে যাওয়া হিংসা নিয়ে মামলাও দায়ের করেছে। গতকাল দিল্লী পুলিশের কমিশনার বলেছেন যে, যারা যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদের কাউকে রেহাই দেওয়া হবে না।