কোচবিহারে লাভ জিহাদের থাবা, রাজবংশী এক নাবালিকা অপহৃত, অভিযুক্ত সাহানুর মিঞা

0
1093

বঙ্গদেশ ডেস্ক: সাম্প্রতিক সময়গুলোতে কোচবিহারে লাভ জিহাদের ঘটনার সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। এই লাভ জিহাদের শিকার হওয়ার ভুক্তভোগীদের একটি বড় অংশ হলো রাজবংশী তরুণী ও নাবালিকারা। ফলে ধীরে ধীরে আতঙ্ক বাড়ছে রাজবংশী সম্প্রদায়ের মধ্যে। কোচবিহার জেলার সিতাই ও শিতলকুচি ব্লকে লাভ জিহাদের ঘটনার আধিক্য লক্ষ্য করা গিয়েছে।

এই দুটি ব্লকের মধ্যে সম্প্রতি শীতলকুচি ব্লকে ঘটে যাওয়া একটি লাভ জিহাদের ঘটনা সামনে এসেছে। শিতলকুচি ব্লকের বাসিন্দা নাবালিকা শম্পা বর্মন (পরিবর্তিত নাম) ঘটনার দিন স্থানীয় পঞ্চারহাট বাজারে গিয়েছিল। ভুক্তভোগী মেয়েটির পরিবারের অভিযোগ, ওই স্থানীয় বাজার থেকেই স্থানীয় মুসলিম যুবক সাহানুর মিঞা শম্পা বর্মনকে অপহরণ করে নিয়ে যায়৷ স্থানীয় রাজবংশী সম্প্রদায় এই ঘটনার প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছে।

অপহরণের ঘটনার পর ৪ জানুয়ারী তারিখে, অপহৃতা নাবালিকার পিতা বাদী হয়ে মুসলিম যুবক সাহানুর মিঞা ও তার আরও তিন সহযোগীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। স্থানীয় প্রশাসন অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন এবং অপহৃতাকে ৪৮ ঘন্টার মধ্যে উদ্ধার করার আশ্বাস দেন। কিন্তু বাস্তবে এখনও পর্যন্ত লাভ জিহাদের শিকার হওয়া অপহৃতা এই নাবালিকাকে উদ্ধার করা সম্ভব হয়নি।