রাজ্যের সরকারি স্তরের দুর্নীতি নিয়ে সরব রাজ্যপাল, সোমবার করলেন ট্যুইট

0
465

বঙ্গদেশ ডেস্ক: আবারও রাজ্যের ইস্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যপাল হিসেবে পশ্চিমবঙ্গে আসার পর ইতিমধ্যেই বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন তুলেছেন মাননীয় রাজ্যপাল। এবার রাজ্য সরকারের আমলাদের বিরুদ্ধে সোমবার একটি ট্যুইটের মাধ্যমে অভিযোগ তুলে রাজ্যপাল বলেন, ” রাজ্যের সরকারি আমলাদের একাংশের সম্পত্তির পরিমাণ যেভাবে বৃদ্ধি পাচ্ছে ও তারা দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন তা খুবই উদ্বেগের। ”

ইতিমধ্যেই বেশ কয়েকবার রাজ্যপালের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূলের বিভিন্ন নেতা। তৃণমূল মন্ত্রী থেকে শুরু করে সাধারণ নেতাদের অনেকেই রাজ্যপালকে বিজেপির এজেন্ট বলেও কটাক্ষ করেছে বিভিন্ন সময়ে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও রাজ্যপালের বিরুদ্ধে নালিশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে। শত বাধা ও সমালোচনার পরেও রাজ্যপাল সরব হওয়া থামাননি। তিনি বারংবার রাজ্যের গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে আলোচনা, সহযোগিতা করার প্রস্তাব দিয়েছেন এবং গুরুত্ব সহকারে ইস্যুগুলোকে সমাধানের দাবিও জানান।

রাজ্যের সরকারি স্তরের একাংশের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ ছাড়াও রাজ্যপাল ইউনিফর্মধারী পুলিশের দুর্নীতির পর্দা ফাঁস ও তাদের বেআইনী সম্পত্তি খোঁজ করার দাবী করেছেন ট্যুইটে। নির্বাচনের পূর্বে রাজ্যপাল ও রাজ্য সরকারের বারবার সংঘাত দৃশ্যতই তৃণমূলকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। বিভিন্ন সময়ে রাজ্যপালকে তৃণমূল নেতাদের বিভিন্ন উগ্র মন্তব্যের শিকার হতে হয়েছে। তার জন্যে জনগণের সমালোচনার মুখোমুখি হতে হয়েছে তৃণমূলকে। এমতাবস্থায় নির্দ্বিধায় বলা যায় যে বিধানসভা নির্বাচনের মাঠে রাজ্যপাল কর্তৃক উত্থিত ইস্যুগুলো বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।