বিজেপির ব্রিগেড মঞ্চেই বিজেপিতে যোগ দিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী, বাংলায় পরিবর্তনের ডাক

0
633

বঙ্গদেশ ডেস্ক: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবতের সাথে বাংলার মহাগুরু মিঠুন চক্রবর্তীর সাক্ষাৎকে ঘিরে এতোদিন অনেক গুঞ্জন শোনা গিয়েছে। অবশেষে সব গুঞ্জনকে সরিয়ে দিয়ে অবশেষে বিজেপির ব্রিগেড মঞ্চে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে পতাকা নিয়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। যদিও মোহন ভাগবতের সাথে তাঁর সাক্ষাৎকে তিনি সৌজন্য সাক্ষাৎ বলে জানিয়েছিলেন। কিন্তু আজ বিজেপির ব্রিগেড মঞ্চেই আসল খেলা দেখালেন মিঠুন চক্রবর্তী। 

এতোদিন গুঞ্জন শোনা গেলেও সুনিপুণভাবে বিষয়টিকে গোপন রাখা হয়। একে বিজেপির একপ্রকার রাজনৈতিক স্ট্র‍্যাটেজি হিসেবে দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ব্রিগেডের মঞ্চে একদিকে পরিবর্তনের বার্তা, অন্যদিকে মিঠুন চক্রবর্তীর যোগদানের চমক, সব মিলিয়ে বিজেপির ব্রিগেড এখন বাংলার মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। রাজ্যের নেটিজেনদের মধ্যে চলছে জোর চর্চা। শুধু বিজেপিতে যোগদানের চমকই দেননি মহাগুরু, নিজের চিরাচরিত হিট ডায়লগের মাধ্যমে বিজেপির ব্রিগেডে অনন্য মাত্রা এনে দেয়। 

গতকাল রাতে কলকাতা আসেন মিঠুন চক্রবর্তী। গতকাল রাতেই তাঁর সাথে সাক্ষাৎ করেন বিজেপির রাষ্ট্রীয় মহাসচিব কৈলাস বিজয়বর্গী। মিঠুন চক্রবর্তী তাঁর বক্তব্যে বলেন, ” আজকের এই দিন আমার কাছে স্বপ্নের মতো। আজ অনেক বড় বড় নেতাদের সঙ্গে একই মঞ্চে আছি। আমি এটা কোনদিনও ভাবতে পারিনি। আমি গরীবদের জন্য কাজ করতে চাই। গরীবদের জন্য কাজ করা আমার স্বপ্ন। আমি যা বলি সেটাই করি। আমি কোনও জলঢোরা নই, বেলেবোরাও নই, আমি হলাম জাত গোখরো। এক ছোবলে ছবি।” 

তিনি আরও বলেন, “স্বপ্ন দেখেছিলাম একটা কিছু করব। গরিব মানুষের জন্য কাজ করার স্বপ্ন দেখতাম৷ এবার মনে হচ্ছে সেটা হবে৷ এ বার কিন্তু সেটাই হবে। দাদার প্রতি ভরসা রাখবেন। বিশ্বাস রাখুন। দাদা কখনও ভয় পেয়ে পালিয়ে যায়নি। ভুলে যাবেন না দেশবন্ধু চিত্তরঞ্জনের ১৫০ তম বছর এটা। ভুলে যাবেন না রাণী রাসমণিকে, এঁরাই আসল বাঙালি। বাংলার সব কিছুতে অধিকার আপনাদের। কেউ তা ছিনিয়ে নিতে এলে, আমাদের মতো কিছু লোক ঠিক দাঁড়িয়ে যাবে। “