করোনা সামলানোয় যোগী তে মুগ্ধ প্রধানমন্ত্রী

0
324

বঙ্গদেশ ডেস্ক: শত চেষ্টাতেও আটকানো যায়নি মারণ ভাইরাস কোভিড-১৯ এর সংক্রমণ। এত বড় দেশে লকডাউন করার পরেও লাভ হয়নি তেমন, অর্থনীতির চাকা আটকে পড়ায় আবার আনলকের পথে হাঁটতে হয়েছে দেশকে। তারপর প্রতিদিন সংক্রমণের রেকর্ড ভাঙছে করোনা। কেন্দ্র সরকার করোনা সংক্রমণ ঠেকাতে ব্যর্থ বলে সরব হয়েছেন বিরোধীরা। তবে এর মধ্যেই ব্যাতিক্রম উত্তরপ্রদেশ।

কট্টর হিন্দুত্ববাদী বলে সরকারের নীতির সমালোচনা করতেই পারেন বিরোধীরা, কিন্তু করোনা সামলানোয় দেশের অন্যতম সফল রাজ্য উত্তরপ্রদেশ। কদিন আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেছিলেন ৬ বছর আগে থেকেই করোনার মত মহামারীর জন্য প্রস্তুতি নিতে শুরু করেছিল কেন্দ্র সরকার।

শুক্রবার গরিব কল্যান যোজনার অন্তর্গত ‘আত্মনির্ভরশীল উত্তরপ্রদেশ রোজগার অভিযান’এর সূচনা করতে গিয়ে যোগী সরকারকে প্রশংসায় ভরিয়ে দেন প্রধানমন্ত্রী। করোনা মোকাবিলার পাশাপাশি পরিযায়ী শ্রমিক সমস্যা নিয়ে উত্তরপ্রদেশ সরকারের নীতিরও প্রশংসা করেন। গোটাদেশে যেখানে পরিযায়ী শ্রমিকদের দলকে পায়ে হেঁটে বাড়ি ফিরতে দেখা যায়, কর্মহীন হন লক্ষাধিক সেই পরিস্থিতিতে যোগী সরকার বিকল্প রোজগারের ব্যবস্থা করে।

এদিন সেই ১২৫ দিনের কর্মসংস্থান প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী৷ ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি বলেন ” ইংল্যন্ড, ফ্রান্স, ইতালি, স্পেনের মত ৪টি শক্তিশালী দেশের মোট জনসংখ্যা ২৪ কোটি। সেখানে শুধুমাত্র উত্তরপ্রদেশেরই জনসংখ্যা ২৪ কোটি৷ কিন্তু ওই চারটি দেশে মৃতের সংখ্যা ১লক্ষ ৩০ হাজার সেখানে উত্তরপ্রদেশে মৃতের সংখ্যা মাত্র ৬০০। এতে প্রমাণিত হয় যে উত্তরপ্রদেশ সরকার কতটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। তবে যেকোনো মৃত্যুই দুঃখজনক। এই মহামারিতে সারা পৃথিবীতে যাদেরই মৃত্যু হয়েছে তাদের প্রতি আমার শ্রদ্ধা রইল! ”

শুধু ইউরোপের চারটি দেশের সাথেই তুলনা করে থামেননি মোদী। তিনি নিজের পরম বন্ধু ট্রাম্পের দেশ আমেরিকার প্রসঙ্গও টেনে আনেন৷ তিনি বলেন “করোনা সংক্রমণ সামলানোতে আমেরিকার থেকেও ভাল কাজ করেছে উত্তরপ্রদেশ সরকার।