আমাদের পথপ্রদর্শক ছিলেন প্রণব মুখোপাধ্যায়: মোহন ভগবত

0
751

বঙ্গদেশ ডেস্ক: রাজনৈতিক জীবনের শুরু থেকেই ধর্মনিরপেক্ষ রাজনীতি ও বহুত্ববাদের সমর্থক ছিলেন প্রণব মুখোপাধ্যায়। আজীবন দলের জন্য নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন তিনি। সেই প্রণব মুখোপাধ্যায়ের প্রয়ানের পর তাকে নিয়ে একটি বড় মন্তব্য করে বসলেন আরএসএস প্রধান মোহন ভগবত৷ এদিন মোহন ভগবত স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে, ‘সঙ্ঘের প্রতি ভালোবাসা ও সদ্ভাবের জন্য উনি আমাদের কাছে একজন পথপ্রদর্শক ছিলেন।’

আজীবন ধর্মনিরপেক্ষতার পক্ষে সওয়াল করার পরে রাষ্ট্রপতি থাকাকালীন প্রণবের সঙ্ঘে যাওয়া নিয়ে কম আলোচনা হয়নি দেশের রাজনৈতিক মহলে। ২০১৮ সালের ৭ জুন তিনি যখন আরএসএসের সদর দফতরে গেছিলেন তখন কংগ্রেসের বহু নেতাই তার সমালোচনা করেছিলেন। হতাশা প্রকাশ করেছিলেন প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ও।

অন্যদিকে স্বাভাবিকভাবেই উচ্ছসিত ছিল গেরুয়া শিবির। জাতীয় রাজনীতিতে বরাবর যে আরএসএসকে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বলে হেয় করেন তথাকথিত আধুনিকমনস্ক বুদ্ধিজীবী এবং বাম-কংগ্রেস নেতারা। সেই সঙ্ঘের সদর দফতরে গিয়ে প্রণববাবু যেন বাম-কংগ্রেসী নেতাদের মুখ বন্ধ করে দিয়েছিলেন। সঙ্ঘকে কার্যত কৌলিন্য প্রদান করেছিলেন তিনি৷ ঘরোয়া আলোচনার পরে সাংবাদিকদের প্রণববাবু জানিয়েওছিলেন যে মোহন ভগবত পরে তাকে বলেছিলেন, ‘গোটাবিশ্বে আপনার জন্য আমরা প্রচার পেয়ে গেলাম। এর আগে এমন কখনো হয়নি।’

প্রণব বাবুর মৃত্যুর পরেও সঙ্ঘপ্রধান কৃতজ্ঞতাজ্ঞাপন করতে ভোলেননি। একটি বিবৃতিতে মোহন ভগবত ও সহ কার্যবাগ সুরেশ জোশী লিখেছেন, ‘ সুপ্রশাসক, রাষ্ট্রহিতকে সবচেয়ে বেশী জ্ঞান করে, অস্পৃশ্যতার উর্দ্ধে উঠে দলের থেকে সম্মান পেয়ে মিতভাষী, লোকপ্রিয় প্রণব মুখোপাধ্যায় আজ জীবনযাত্রা শেষ করে পরম তত্ত্বে বিলীন। ভারতের রাজনৈতিক ও সামাজিক জীবনে সৃষ্ট এই শুন্যতা পূরণ কোনোভাবেই সহজ হবেনা৷ ওঁর মৃত্যুতে সঙ্ঘের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।’

প্রসঙ্গত, দেশের রাজনৈতিক মহলের অনেকেরই ধারণা যে গান্ধী পরিবারের জন্যই প্রধানমন্ত্রী হতে পারেননি প্রণব মুখোপাধ্যায়। স্বয়ং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও পরোক্ষভাবে স্বীকার করেছিলেন এই কথা। উল্টোদিকে বিজেপি ক্ষমতায় আসার পরেই ভারতরত্ন পেয়েছেন প্রণব মুখোপাধ্যায়৷ বারেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যেও উঠে এসেছে প্রণব মুখোপাধ্যায়ের প্রতি তার শ্রদ্ধা, সম্মানের কথা। রাজনৈতিক মতাদর্শের দিক দিয়ে বিরোধী হতেই পারেন, তবে প্রণব মুখোপাধ্যায় ভালোবাসা পেয়েছিলেন সঙ্ঘ, বিজেপির শীর্ষনেতৃত্বের তরফ থেকেও।