মোহন ভাগবতের আগমন বার্তায় রাজ্য রাজনীতিতে শুরু জোর শোরগোল

0
686

বঙ্গদেশ ডেস্ক: আজ দুই দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। দুই দিনের সফরে বেশ কয়েকটি কর্মসূচী রয়েছে তাঁর। মোহন ভাগবতের এই অর্তকিত সফরে রাজ্য রাজনীতিতে আলোচনা শুরু হয়ে গিয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের মতে, একুশের বিধানসভা নির্বাচনের পূর্বে মোহন ভাগবতের এই সফর বিশেষ গুরুত্বপূর্ণ।

সংঘের দক্ষিণবঙ্গের সাধারণ সম্পাদক জিষ্ণু বসু মোহন ভাগবতের এই সফরকে সংগঠনের রুটিন সফর বলে জানিয়েছেন। সাংগঠনিক বৈঠকের উদ্দেশ্যেই এই সফর বলে তিনি আরও জানান। তবে সূত্রের খবর অনুযায়ী, মোহন ভাগবত পার্ক সার্কাসে চেম্বার অফ কমার্স-এ একটি বৈঠক করতে পারেন। এছাড়াও উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আরএসএস প্রচারকদের সাথে তিনি বৈঠক করবেন বলে সূত্রের খবর। এর মাঝে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর সাথেও তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে। সেই সাথে সংঘের কার্যালয় কেশব ভবনে আরএসএস প্রচারকদের সাথে একাধিক বৈঠকের পরিকল্পনাও রয়েছে।

সূত্রের আরেকটি খবর অনুযায়ী, ডিসেম্বরের ১৯ তারিখে রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, প্রথমে মোহন ভাগবত, পরে অমিত শাহের আগমনের সম্ভাবনা একুশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপির তোড়জোড়ের দিকেই ইঙ্গিত করছে। স্পষ্টত বোঝা যাচ্ছে যে, বিজেপি নির্বাচন জিততে মরিয়া। আর তাই সম্ভাব্য সব রকম প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছে বিজেপি। তবে মোহন ভাগবতের এই আগমন রাজ্য রাজনীতিতে বেশ আলোড়ন তৈরি করবে, যার প্রভাব বিধানসভা নির্বাচনের মাঠেও পড়তে পারে।