আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় সোনা জয় বাঙ্গলার মেয়ের

0
569

বঙ্গদেশ ডেস্ক: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আয়োজিত প্রথম এশিয়ান যোগাসন চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ৪ টি পদক জয় করে দেশের তথা বাঙ্গলার নাম উজ্জ্বল করেছেন হুগলির সিঙ্গুরের মেয়ে নেহা বাগ। তিনি দুটি সোনাও দুটো রূপো জিতেছেন। নেহার এই সাফল্যে আনন্দিত হয়েছে সমগ্র দেশ। মাত্র ৪ বছর বয়স থেকেই নেহার যোগাসনে হাতে খড়ি। নেহার আগামী দিনের লক্ষ্য ওয়ার্ল্ড যোগা চ্যাম্পিয়নশিপ যা অনুষ্ঠিত হবে দুবাইতে। নেহার প্রথম আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতা ছিল এই যোগাসন প্রতিযোগিতা। প্রথমবারের চেষ্টাতেই দুটি রাউন্ডে প্রথম ও দুটি রাউন্ডে দ্বিতীয় স্থান অর্জন করেছেন তিনি। যে যে বিভাগে নেহা পদক জয় করেছেন সেগুলি হল একক ভাবে আর্টিস্টিক যোগা ও রিদিমিক যোগা তে প্রথম হয়ে সোনার পদক।

ট্রাডিশনাল যোগাসন ও যুগল ভাবে আর্টিস্টিক যোগাসনে তিনি দ্বিতীয় স্থান অর্জন করে সিলভার মেডেল জয় করেছেন। ১ আগস্ট ছিল এশিয়ান যোগাসন চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা। ঐদিন নিজের যোগাসনের প্রতিভায় নেহা অবাক করে দিয়েছেন বিচারকদের।

পদক জয়ের পর ৩ আগস্ট নেহা ফিরেছেন নিজের বাড়ি, সিঙ্গুরের বেড়াবেড়িয়া গ্রামে। জয়ের প্রসঙ্গে নেহা উল্লেখ করেছেন তার যোগা প্রশিক্ষকের কথা। কোন্নগরের জগা প্রশিক্ষক গৌরাঙ্গ সরকার তাঁকে দীর্ঘ ষোল বছর ধরে প্রশিক্ষণ করেছেন। মাত্র চার বছর বয়সেই তাঁর কাছে নেহার যোগাসনের হাতেখড়ি।