লক্ষ্মীবম্ব ছবির নামে আপত্তি, অক্ষয় কুমারের বিরুদ্ধে সরব সোশ্যাল মীডিয়া

0
464

বঙ্গদেশ ডেস্ক:-মুক্তির আগেই বিতর্কে জড়িয়েছে অক্ষয় কুমারের বহুপ্রতীক্ষিত ছবি ‘লক্ষীবম্ব’। গতবছর পোস্টার মুক্তির পর থেকেই হ‌ইচ‌ই ফেলে দিয়েছিল এই ছবির ট্রেলার। ছবি মুক্তির পর সেই উন্মাদনার পারদ আরেক ধাপ চড়ে গিয়েছে। আর হবে নাই বা কেন? কারণ খিলাড়ি কুমারকে এর আগে কোনোদিন এই ধরনের চরিত্রে অভিনয় করেনি। বৃহন্নলার চরিত্রে নজর কাড়ার পাশাপাশি অভিনেতাকে শিকার হতে হয়েছে ট্রলের। আর সেই ছবিকে নিয়ে এবার আপত্তি তুলেছে হিন্দু সেনা। মূল আপত্তি ছবির নামকে কেন্দ্র করে। অভিযোগ, এই ছবির মাধ্যমে লাভ জিহাদের প্রচার করা হচ্ছে।

হিন্দু সেনার অভিযোগ, ‘লক্ষ্মীবম্ব’ ছবির নামের মধ্যে দিয়ে নামে হিন্দু দেবী মা লক্ষ্মীকে অপমান করা হয়েছে। অভিযোগ লিপিবদ্ধ করে ইতিমধ্যেই সংগঠনের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরকে। হিন্দু সেনা সংগঠনের সভাপতি বিষ্ণু গুপ্তা ট্যুইট করে সেই চিঠি প্রকাশ্যে তুলে ধরেছেন।

জাভেড়করকে পাঠানো চিঠিতে লাভ জিহাদের অভিযোগ তোলা হয়েছে। তাদের কথায়, সিনেমার পুরুষ চরিত্রের নাম মুসলিম আর মহিলা চরিত্রের নাম হিন্দু রেখে ভিন্নধর্মীয় বিয়েতে ইন্ধন জোগানো হয়েছে। যা লাভ জিহাদের মতো বিষয়কে উস্কে দিয়েছে। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, যে হিন্দু দেবী লক্ষ্মী হলেন সম্পদ ও ভাগ্যের দেবী। কিন্তু তাঁর নামের পাশে ‘বোমা” শব্দটি প্রয়োগ করা হয়েছে, যা হিন্দুদের পক্ষে যথেষ্ট অবমাননাকর।

সনাতন হিন্দু ধর্মে বিশ্বাসীরা দেবী লক্ষ্মীর আরাধনা করে বিশেষত দীপাবলীর সময়ে। সেইজন্য দীপাবলীকে বেছে নেওয়া হয়েছে ছবি রিলিজের সময় হিসেবে। যা ঘোরতর অপমানজনক।